You dont have javascript enabled! Please enable it! 1971.06.07 | সাম্প্রদায়িকতাবাদীরা পশ্চিম পাকিস্তানী পুজিপতিদের দালাল | কালান্তর - সংগ্রামের নোটবুক

সাম্প্রদায়িকতাবাদীরা পশ্চিম পাকিস্তানী পুজিপতিদের দালাল
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৬ জুন- আজ সন্ধ্যায় স্বাধীন বাঙলা বেতার কেন্দ্র কর্তৃক প্রচারিত বাঙলাদেশ সরকারের এক নির্দেশাবলীতে সমাজদ্রোহী ও সাম্প্রদায়িকতাবাদীদের কার্যকলাপ সম্পর্কে বাঙলাদেশের জনসাধারণকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে, “এদের একমাত্র পরিচয় এরা পশ্চিম পাকিস্তানী ৭ জিপতি ও শােষকদের দালাল।”
নির্দেশাবলীতে স্পষ্ট ভাষায় জানানাে হয়েছে, “দুনিয়ার সর্বত্র দেশদ্রোহিতা একমাত্র শাস্তিঃ মৃত্যুদণ্ড এবং এখানেও তার ব্যতিক্রম হবে না।
বাঙলাদেশের জনগণের উদ্দেশ্যে একই নির্দেশাবলীতে জানানাে হয়েছে, “নিজের উপর বিশ্বাস হারাবেন না— আমাদের এ সংগ্রাম ন্যায়, সত্য ও আজাদীর সংগ্রাম, এ সংগ্রামের জয় সুনিশ্চিত।”
অঞ্চলের নূরশাহ এলাকায় মুসলিম লীগ ও ভুট্টোর পিপলস পার্টির মধ্যে এক সংঘৰ্ষতে গুলি বিনিময়ে হয়েছে। ঐ দুই দল কর্তৃক উক্ত এলাকায় সংগঠিত দুটি পাল্টা সভা অনুষ্ঠানের সময়ই ঐ সংঘর্ষ ঘটে। ঐ এলাকায় স্থানীয় পিপলস পার্টির সভাপতি মিঞা বরকত আলী সহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: কালান্তর ৭.৬.১৯৭১