না হলে পূর্ব বাংলার মানুষ না খেতে পেয়ে মরবে – সেনেটর কেনেডি
ওয়াশিংটন, ১৪ জুলাই-সেনেটর এডওয়ারড কেনেডি গতকাল মার্কিন সরকারের একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে এই সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে যে, অবিলম্বে নতুন করে খাদ্য পাঠানাে না হলে পূর্ব পাকিস্তানের লক্ষ লক্ষ মানুষ অনাহারে মরবে ।ওই প্রতিবেদনে বর্তমান খাদ্য বণ্টন ব্যবস্থার সমালােচনা করা হয়েছে। আরও বলা হয়েছে যে, পূর্ব পাকিস্তানে পরিবহণ ব্যবস্থা একেবারে ভেঙ্গে গিয়েছে।
প্রতিবেদনে রয়েছে। অবিলম্বে জরুরি ব্যবস্থা না নেওয়া হলে লক্ষ লক্ষ নিরীহ মানুষ অনাহারের সম্মুখীন হবে।সেনেটর কেনেডি বলেছেন, শহর অঞ্চলে পয়লা আগস্টের মধ্যে খাদ্য পাঠাতে হবে ।
সেনেটর কেনেডি শরণার্থীদের সম্পর্কে সেনেটের জুডিসিয়ারি সাবকমিটির চেয়ারম্যান হিসাবে প্রতিবেদনটি প্রকাশ করেছেন। রিপাের্টে বলা হয়েছে, পূর্ব বাংলায় খাদ্যের প্রয়ােজনীয়তার ব্যাপারে পাক-সরকারের সম্যক জ্ঞান নেই। ত্রাণ কর্মসূচীর মধ্যেও নেই সমন্বয়।
রয়টার। ১৫ জুলাই ‘৭১
Reference: ১৫ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা