You dont have javascript enabled! Please enable it! 1975.08.15 | মোশতাককে নিয়ে বানানো একটি কৌতুক - সংগ্রামের নোটবুক

মোশতাককে নিয়ে বানানো একটি কৌতুক

সদ্য ক্ষমতার স্বাদ পাওয়া অফিসাররাও নানা ঠাট্টা-রসিকতায় মেতে ওঠে। একটি জোক সবচেয়ে বেশি মার্কেট পেল। রাষ্ট্রপতিকে হত্যা করে মেজর রশিদ একটি ট্যাংকে চড়ে আগা মসিহ লেনে খন্দকার মােশতাকের বাড়িতে যান। মােশতাক বেরিয়ে এলেন। এরপর তাঁদের কথােপকথন :
‘স্যার, প্রেসিডেন্ট মুজিবকে হত্যা করা হয়েছে। রশিদ বললেন।
‘ইন্না লিল্লাহ।’ মােশতাক বললেন।
‘আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে।’ রশিদ বললেন।
নাউজুবিল্লাহ।’ মােশতাক (তাকেও হত্যা করা হবে ভেবে)।
‘ঘাবড়াবেন না। আপনাকে আমরা প্রেসিডেন্ট বানাব।’ রশিদ বললেন।
‘আলহামদুলিল্লাহ। মােশতাক বললেন ।
‘ভাইস প্রেসিডেন্ট কে হবেন?’ রশিদ বললেন।
‘মােহাম্মদ উল্লাহ।’ মােশতাক বললেন।
‘সেনাপ্রধান?’ রশিদ বললেন।
‘সফিউল্লাহ থাকুক।’ মােশতাক বললেন। [1, p. 185]

References:

[1] হাফিজ উদ্দিন, সৈনিক জীবন গৌরবের একাত্তর রক্তাক্ত পচাত্তর [Military life, seventy one the pride, seventy five the blood bath], 1st ed. Prothoma, 2020.