পাকিস্তানীদের ভয়ে যারা ভারতে শরনার্থী হিসেবে পাড়ি জমিয়েছে ঢাকায় সেই সব ব্যক্তিদের তালিকা করে তাদের সম্পত্তি পুনর্বন্টন করা হচ্ছে। দখল করে নেয়া সম্পত্তির কারণে সেই সময়ে অনেকেই ধনী জমিদার হয়ে গেছে। এখন অনেকের দলিলের পুরনো কাগজপত্র দেখলে সেইসব গোলমাল ধরা পড়বে।
রেফারেন্স
যুগান্তর, ১ জুন ১৯৭১, পৃষ্ঠা ৭, কলাম ২-৩