অস্ত্র সমর্পনের লিফলেট | হাতিয়ার ডাল দো
৮ ডিসেম্বর, আকাশবাণীর কেন্দ্রগুলাে থেকে প্রচার করা হচ্ছিল পাকবাহিনীর প্রতি জেনারেল মানেকশ-এর আত্মসমর্পণের আহ্বান। সেই আহ্বান বিভিন্ন ভাষায় অনূদিত করে আকাশ থেকে লিফলেট আকারে ছড়িয়ে দেয়া হচ্ছিল। লিফলেটের মূল কথা, ‘হাতিয়ার ডাল দো’—অস্ত্র ফেলে আত্মসমর্পণ কর।
Ref: মুক্তিযুদ্ধের ইতিহাস সত্য অসত্য অর্ধসত্য-বিনয় মিত্র