You dont have javascript enabled! Please enable it! অপারেশন সার্চলাইটের পর দৈনিক সংগ্রামের বিবৃতি - সংগ্রামের নোটবুক
একাত্তরের মার্চে পাকিস্তান আর্মি অপারেশন সার্চলাইটের নামে পূর্ব বাংলায় যে গণহত্যা চালায় তারপর সেটিকে সমর্থন করে জামাতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকায় লিখেছিলো –
“…আলহামদুলিল্লাহ শেখ মুজিবুর রহমান ও তার অনুচরেরা চিরদিনের জন্য মঞ্চ থেকে অপসারিত হয়েছে। শয়তানী চক্রকে চূর্ণ-বিচূর্ণ করার শক্তি যেন আমাদের অজেয় সশস্ত্র বাহিনীকে আল্লাহ দান করেন।”
..“হিন্দুরা কিভাবে মুসলমানদের হত্যা করেছে আপনারা তাও জানেন। আপনাদের অবস্থাও সে রকম হত যদি না আমাদের সেনাবাহিনী যথা সময়ে শেখের দূরভিসন্ধি নস্যাৎ করে দিত। আল্লাহর নামে ইসলাম ও পাকিস্তানের প্রতি অনুগত ও ঐক্যবদ্ধ হউন।“
:::::::::::::::::
References:
১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি, সাইদুজ্জামান রওশন, p 18
Photo: Symbolic. A Pakistani flag is being tailored. 1947
সংগ্রামের নোটবুক
www.songramernotebook.com