মার্কিন ৭ম নৌবহরের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ সংগঠিত করুন
পলিটব্যুরাের আহ্বান: সংসদে বিক্ষোভ: সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে আগরতলায় ছাত্র-যুব মিছিল
আগরতলা, ১৬ ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি (মাঃ)-র পলিটব্যুরাের এক বিবৃতিতে বলেছেন যে, বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের স্বাধীনতার সংগ্রামকে ব্যর্থ করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদীরা পারমাণবিক যুদ্ধ জাহাজ ৭ম নৌবহরকে বঙ্গোপসাগরের উপকূলে পাঠিয়েছে। পলিটব্যুরাে মার্কিন সাম্রাজ্যবাদীদের এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা দেশব্যাপী তীব্র বিক্ষোভ সংগঠিত করার জন্য প্রতিটি গণতান্ত্রিক দল ও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারত সরকারের নিকট আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রামের পথে ৭ম নৌবহরের অগ্রসরের সংবাদে সংসদ সদস্যরা তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। সদস্যরা মার্কিনী অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সারা দেশে ইতিমধ্যে তীব্র বিক্ষোভ সংগঠিত করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিটি বামপন্থী ও গণতান্ত্রিক দল এই বিক্ষোভে সমস্ত জনসাধারণের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
আজ আগরতলায় ভারতের ছাত্র ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে ছাত্র-যুবকদের মার্কিন সাম্রাজ্যবাদীদের এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ সংগঠিত করা হয়েছে এবং নিকশনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
সূত্র: দেশের ডাক
১৭ ডিসেম্বর, ১৯৭১