You dont have javascript enabled! Please enable it! 1971.08.04 | বাংলাদেশের যে দুর্দমনীয় মুক্তিযুদ্ধ চলেছে তা বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায়- মােহনপুরে মুখ্যমন্ত্রী শ্রী সিংহ | ত্রিপুরা - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের যে দুর্দমনীয় মুক্তিযুদ্ধ চলেছে তা বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায়
মােহনপুরে মুখ্যমন্ত্রী শ্রী সিংহ

আগরতলা, ২ আগস্ট: মুখ্যমন্ত্রী শ্রীশচীন্দ্র লাল সিংহ গতকাল মােহনপুর (রাণীরবাজার) শরণার্থী শিবির পরিদর্শন করেন। গতকাল সকাল ১০-৩০ মিনিটে তিনি মােহনপুর গিয়ে পৌছান। এলাকার জনসাধারণ তাকে সাদর সংবর্ধনা জানান। এই এলাকার বিভিন্ন শিবিরের আবাসিকবৃন্দ তাকে সংবর্ধনা জানান ও মানপত্র দেন। স্থানীয় যুবগণ মুখ্যমন্ত্রী তহবিলে জমা দেয়ার জন্য মুখ্যমন্ত্রীর হাতে একশত টাকা দেন।
বিকেলে তিনি এক জনসভায় ভাষণ দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর যে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন ও বাংলাদেশে এখন যে দুর্দমনীয় মুক্তিযুদ্ধ চলছে তা পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়। তিনি বলেন, অসহযােগ আন্দোলনে সমস্ত সরকারি কর্মচারীর যােগদানের ইতিহাস একমাত্র বাংলাদেশে আন্দোলনের মধ্যেই পাওয়া যাবে।
তিনি বলেন, পাকিস্তানি সামরিক চক্রের পৈশাচিক অত্যাচারে ও গণহত্যার তাণ্ডবে লক্ষ লক্ষ মানুষকে যথেচ্ছভাবে হত্যা করা হয়েছে, আরাে লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে আমাদের দেশে এসেছে। আমরা তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছি ও লক্ষ লক্ষ শরণার্থীর গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেছি। সে জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। তিনি বলেন, ত্রিপুরার ১৬ লক্ষ মানুষ প্রায় ১৩ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। তিনি বলেন, এটা একটা স্মরণীয় আত্মত্যাগের নজির।
ইয়াহিয়া খাঁর সাহায্যকারী হিসেবে আমেরিকা ও চীনকে তিনি যুদ্ধের উস্কানি দাতা আখ্যা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, শরণার্থীদের অনেকেই নানা দিক দিয়ে অসুবিধায় আছেন। এগুলাে তাদের মানিয়ে চলতে হবে। তিনি বলেন, আমরা নিজেদেরই সকল সমস্যার সমাধান করে উঠতে পারিনি।

সূত্র: ত্রিপুরা
৪ আগস্ট, ১৯৭১
১৯ শ্রাবণ, ১৩৭৮