You dont have javascript enabled! Please enable it! 1971.04.30 | বাংলাদেশের সংগ্রাম যুবকদের নিকট শিক্ষণীয়- বিভাগীয় যুব সম্মেলনগুলাের আহ্বান | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের সংগ্রাম যুবকদের নিকট শিক্ষণীয়
বিভাগীয় যুব সম্মেলনগুলাের আহ্বান

আগরতলা, ২৬ এপ্রিল, ‘৭১ গত ২৪ ও ২৫ এপ্রিল, ‘৭১ ইং আগরতলা শহর সন্নিকটস্থ পুরাতন আগরতলায় গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদর বিভাগীয় ২য় বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সম্মেলন পরিচালনা করার জন্য রাজ্য কমিটির সভাপতি কম, খগেন দাস ও জগদীশ দে-কে নিয়ে সভাপতিমণ্ডলী নির্বাচিত হয়। কম, সুভাষ দাস সম্পাদকীয় রিপাের্ট পেশ করেন। সদরের সাতটি অঞ্চল কমিটির আওতাভুক্ত বিভিন্ন প্রতিনিধি ও দর্শকগণ রিপাের্টের রাজনৈতিক সাংগঠনিক এবং সাফল্য ও ব্যর্থতার দিকের উপর আলােচনা, সমালােচনা করেন।
সংযােজনাসহ সম্পাদকীয় রিপাের্টটি গৃহীত হয়। ত্রিপুরা সংস্কৃতি পরিষদের পক্ষে কম, কল্যাণ পাল, গণতান্ত্রিক নারী সমিতির পক্ষে কম, সরযু দত্ত, ভারতীয় গণনাট্য সংঘের পক্ষে কম, কেশব ভট্টাচার্য সম্মেলনকে অভিনন্দিত করেন ও ভাষণ দেন। সম্মেলনের প্রধান বক্তা কম, নৃপেন চক্রবর্তী এবং কম, বীরেন দত্ত এমপি, প্রতিনিধি ও জনতার উদ্দেশে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পূর্ব বাংলার স্বাধীনতা আন্দোলন এবং আন্তর্জাতিক অবস্থার বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং যুব আন্দোলন, যুব সংগঠনকে স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের লক্ষ্যে পৌঁছার জন্য সঠিক পথে পরিচালনা করতে এবং শ্রমিক, কৃষক, কর্মচারী ও অন্যান্য অংশের মেহনতি মানুষের সংগ্রামের সঙ্গে ঐক্যবদ্ধ মাের্চা গঠন করে বিপ্লবী লক্ষ্যে এগিয়ে যাবার আহ্বান জানান। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের মুক্তিযােদ্ধাদের সমর্থনে, পূর্ব বাংলার স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে বাংলার অস্থায়ী সরকারকে স্বীকৃতি দানের দাবি করে ও শরণার্থীদের সাহায্য করার জন্য বেকারদের চাকরি, দ্রব্যমূল্য বৃদ্ধি রােধ, পি.ডি. এ্যাক্ট বাতিল, সদরের বিভিন্ন এলাকায় স্কুল, পানীয়-জল, রাস্তাঘাট, বাঁধ, জলসেচের সুব্যবস্থা প্রভৃতি দাবির উপর প্রস্তাব দেওয়া হয়। কম. অনিল সরকারকে সভাপতি, কম, অনিল দে-কে সহ-সভাপতি, কম. সুভাষ দাশকে সম্পাদক এবং কম. শংকর দাশকে সহ-সম্পাদক করে ১৩ জনের একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়। ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিসহ মােট ৬২ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। ২৫ এপ্রিল প্রকাশ্য অধিবেশনে সম্পাদক কম, সুভাষ দাশ গৃহীত রিপাের্টের প্রস্তাবসমূহ পাঠ করেন। সম্মেলনে প্রধান বক্তা কম. নৃপেন চক্রবর্তী এবং কম. বীরেন দত্ত এমপি বক্তৃতা দান করেন। সন্ধ্যায় ত্রিপুরা সংস্কৃতি পরিষদ দিন বদলায়’ নাটকটি মঞ্চস্থ করেন। সভায় সভাপতিত্ব করেন কম, খগেন দাস।

সূত্র: দেশের ডাক
৩০ এপ্রিল, ১৯৭১
১৬ বৈশাখ, ১৩৭৮