You dont have javascript enabled! Please enable it! 1971.06.18 | চক্রান্ত শুরু হয়েছে | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

চক্রান্ত শুরু হয়েছে

সােনামুড়া ॥ পূর্ব বাংলার মুক্তিকামী মানুষের লড়াই তীব্রতর হওয়ার সাথে সাথে এ দেশের ধনিক শ্রেণীর সরকার সে লড়াইকে পেছন থেকে ছুরি মারার অপচেষ্টা চালাচ্ছে। এ দেশের গণআন্দোলনের নেতা ও কর্মীদের ব্যাপকহারে গ্রেপ্তার ও খুন করছে। এমনকি পূর্ব বাংলার লড়াইকে যারা এগিয়ে নিয়ে যেত তাদের উপরও আক্রমণ শুরু হয়েছে। গত ১১ জুন সােনামুড়া থানার পুলিশ বাহিনী সেখানকার গণআন্দোলনের নেতা-কর্মী সমর চৌধুরী ও কম. সুবল রুদ্রের বাড়িতে হানা দেয়; জিনিসপত্র তছনছ করে। বেশ কতােক্ষণ খোঁজাখুজির পর কংগ্রেস সরকারের পুলিশ বাহিনী কিছুই না পেয়ে ফিরে আসে। এ ধরনের পুলিশী হামলাকে এলাকার মানুষ গণআন্দোলনের বিরুদ্ধে নতুন ধরনের ষড়যন্ত্র বলে মনে করছেন।

সূত্র: দেশের ডাক
১৮ জুন, ১৯৭১
৩ আষাঢ়, ১৩৭৮