নিউ ইয়র্ক টাইমস, ডিসেম্বর ৪,১৯৭১
নিরাপত্তা পরিষদের মূল সমস্যার দিকে তাকানো উচিত
পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার জন্য মহাসচিব একমাস আগেই যে সতর্ক বাণী দিয়েছিলেন,নিরাপত্তা পরিষদের এখন আর সেটাকে পাত্তা না দয়া ঠিক হবে না।
এই সঙ্কটে সাড়া দিয়ে সংঘাতের মূল কারনটি চিহ্নিত করা খুবই জরুরি হয়ে পরেছে।
পূর্ব পাকিস্তানের অসহনীয় নিপীড়ন প্রতিবেশি ভারতের অর্থনীতি,সমাজ ও রাজনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলছিল।
আন্তর্জাতিক মহলের অপারগতা বিশেষ করে আমেরিকার আচরণে নতুন দিল্লী গভীরভাবে মর্মাহত হয়।
এই মৌলিক ব্যর্থতা অবশ্যই সংশোধন করা যেত যদি বিশ্বকে এখনো অন্য ব্যাপক এবং আরো ভয়ানক যুদ্ধ থেকে উদ্ধার করা যেত।