যারা “আমি রাজাকার” টি শার্ট পড়েন তাদের জন্য-
এই দেশে যখন রাজাকার আলবদর শান্তি কমিটির লোকেদের রাজত্ব ছিলো এই ছবি সেই সময়ের। জয় বাংলার লোকদের তিলক পরিয়ে, শাড়ি পরিয়ে, গলায় ঝাড়ুর মালা ঝুলিয়ে, যেমন খুশি তেমন সাজিয়ে ছবি তোলার পোজ দিচ্ছে। পোজ দেবার সময় হাতে জুতার বাড়ি রেডি।
An insult to the people of Bangladesh who supported the cause of its liberation performed by the collaborators of the Pakistan Army in 1971.