You dont have javascript enabled! Please enable it! ২৩ মার্চ ১৯৭২ঃ আজকের এদিনে - সংগ্রামের নোটবুক

২৩ মার্চ ১৯৭২ঃ আজকের এদিনে

প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান গনভবনে বিদেশী গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন।
রাষ্ট্রপতি গণপরিষদ সদস্যপদ বাতিল আদেশ অধ্যাদেশ জারী করেছেন। এ আদেশ বলে কোন প্রার্থী যে দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সে দল যদি তাকে বহিস্কার করে বা তিনি যদি সে দল থেকে পদত্যাগ করেন তবে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।
একই সাথে আরও দুটি অধ্যাদেশ জারী হয়েছে সে গুলি হল গণপরিষদ সদস্যদের বেতন ভাতা অধ্যাদেশ এবং নির্বাচন কমিশন অধ্যাদেশ।
কানাডীয় উন্নয়ন প্রতিনিধিদল অর্থমন্ত্রী তাজ উদ্দিনের সাথে দেখা করেছেন।
বাংলাদেশের কোন কোন স্থানে এখনও ভারতীয় সৈন্য রয়ে গেছে বলে যে প্রচারনা শুরু হয়েছে সরকার তা অস্বীকার করেছেন। প্রকৃত ঘটনা হল বাংলাদেশ সরকারের অনুরধে বান্দরবনের থানচিঁতে কতক ভারতীয় সৈন্য মিজোদের বিরুদ্ধে অপারেশনে অংশ নিয়েছিল। মিজোদের হটিয়ে দেয়ার পর তারা ভারতে চলে গিয়েছে। (নবগঠিত রক্ষীবাহিনীর পোশাক ভারতীয় বাহিনীর প্রায় অনুরূপ)
ঢাকা প্রেস ক্লাবে ভারতীয় মহিলা ফেডারেশন চেয়ারম্যান অরুনা আসফ আলী বলেছেন মেয়েদের বৃত্তিমূলক প্রশিক্ষনে সম্পৃক্ত করুন।
ভারত এ পর্যন্ত বাংলাদেশকে ৩০৩টি ট্রাক ৮টি এম্বুলেন্স দিয়েছে। আরও ৮২ টি ট্রাক বাংলাদেশে আসার জন্য ত্রিপুরায় অপেক্ষায় আছে।
যোগাযোগ মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী কুষ্টিয়ায় চোরাচালানকারী মজুদখোর সমাজবিরোধীদের প্রতিহত করার আহবান জানিয়েছেন।
দেশের খাদ্য ঘাটতি পুরনে বার্মা থেকে ৬৫০০০টন চাল আনা হচ্ছে।
নরসিংদির বেলাবোতে কৃষক সমিতির কৃষক সম্মেলনে সিপিবি ও কৃষক সমিতির সভাপতি মনি সিং জমির সিলিং ৫০ বিঘা করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
সমুদ্র পথে বাংলাদেশের পথে পালিয়ে আসার সময়ে করাচীতে ১৭০ জন বাঙ্গালী আটক।
আশুগঞ্জের ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি হয়েছে ডাকাতরা ৫০০ ভরি স্বর্ণ এবং ১ লাখ টাকা নিয়ে গেছে।