২৩ মার্চ ১৯৭২ঃ ফ্রেঞ্চ টেলিভিশনের সাথে শেখ মুজিবের স্পট সাক্ষাৎকার
জয়বাংলা বাহিনীর উদ্দেশে গেটে দাড়িয়ে শেখ মুজিবের সংক্ষিপ্ত বক্তব্য এর পরপরই ফ্রেঞ্চ টেলিভিশনের সাংবাদিক হটাত করেই শেখ মুজিবের এক সাক্ষাৎ কার নিয়ে ফেলেন। আগত জনতার উপর মনোভাব কি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন এটি আমার কাছে তেমন কিছু না, আমি জনগণকে ভালবাসি জনগন আমাকে ভালবাসে। আমি তাদের জন্য জীবন দিতে পারি। কারন আমি তাদের জন্যই লড়ছি। অপর এক প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন সাড়ে সাত কোটি জনগন তার সাথে আছে। আপনি জয়লাভ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন হা, কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। স্বায়ত্তশাসন সম্পর্কে অসম্পূর্ণ প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন কেউ দাবায়ে রাখতে পারবে না। এর চেয়ে বেশী কিছু কি প্রশ্নের উত্তরে শেখ মুজিব বলেন আমি আমার অধিকার চাই। আমি আমার এমান্সিপেশন চাই। আমি —- চাই। আমি মুক্ত নাগরিক মুক্ত দেশ চাই। আপনি কি স্বাধীনতার কথা বলতে চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন তিনি বলেন আমি ঠিক তা বলছি না বিভিন্ন ভাবেই তা অর্জন হতে পারে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন তা পারস্পরিক সমঝোতায়ও হতে পারে বা বিভিন্ন উপায়েও তা অর্জন হতে পারে। পশ্চিম পাকিস্তানীরা তো তা হতে দেবে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার সাথে সাত কোটি জনগন আছে আমরা তা অর্জন করবই। আর্মি কিভাবে মোকাবেলা করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আর্মি কি করতে পারবে? আমরা আরমি পরোয়া করি না। তারা বুলেটের মাধ্যমে জনগণকে দমাতে চেষ্টা করবে। আপনি তো ইতিমধ্যেই বাংলার সর্বময় প্রধান আইনগত নয় তবে বিতর্কিত এমন প্রশ্নের উত্তরে শেখ মুজিব বলেন আমি আইনগত, নৈতিক সকলদিক থেকেই বাংলার প্রেসিডেন্ট। আমিই একমাত্র বেক্তি যে বাংলাকে শাসন করতে পারে।