হায় গােয়েবলস্
নয়াদিল্লী, ১ জুলাই- বাঙলাদেশের লক্ষ লক্ষ শরণার্থীদের ভারত সরকার গ্রেপ্তার করে জেলে রেখেছেন। এরা সকলেই পাকিস্তানের নাগরিক। এদের মধ্যে আছেন সরকারি চাকুরে, ব্যবসায়ী, শিল্পপতি এবং সওদাগরা অফিস ও ব্যাঙ্কের কর্মচারীরা। অতএব জাতিসংঘের মহাসচিব উ-থান্ট যেন শরণার্থী কমিশনার প্রিন্স সদরুদ্দীন আগা খাকে এবং তার পছন্দ মত সরকারকে মধ্যস্থ নিয়ােগ করে ভারতের হাত থেকে এদের “মুক্তির ব্যবস্থা করে দেন।
পাকিস্তান সরকার কয়েকদিন হল এই অভিনব প্রচার শুরু করেছেন।
পাকিস্তানের নাগরিকরা কেন পাকিস্তান ছাড়লেন? এর জবাবে ইসলামাবাদ রেডিও পররাষ্ট্র দপ্তরের জনৈক মুখপাত্রের উক্তি উদ্ধৃত করে বলেছে, “এড়ানাে যায় না এমন কারণের জন্য এদের পূর্ব বাঙলা ছাড়তে হয় এবং ফলে তাদের গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হয়। এ সংবাদ ইউএন আই এর।
সূত্র: কালান্তর, ২.৭.১৯৭১