১৬ জুলাই, ১৯৭১ হামিদুল হক চৌধূরী ও মাহমুদ আলী
পিডিপি নেতা ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধূরী ও পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির সহ-সভাপতি মাহমুদ আলী জাতিসংঘ মহাসচিব উ’থান্টের (বার্মা) সাথে সাক্ষাৎ করেন। তারা পূর্ব পাকিস্তানে মানবিক সাহায্য আনয়ন কাজে জাতিসঙ্ঘের সাহায্যের জন্য তাকে অনুরোধ করেন। পরে তারা সাংবাদিক সম্মেলনে বলেন পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি লোক তাদের ইচ্ছার বিরুদ্ধে সংগঠিত ঘটনাবলীর শিকারে যাতে পরিনত না হয় তা তারা দেখিতে চান।