৫ জুলাই ১৯৭১ প্রতিনিধিদলের সদস্যা মিসেস জিলনাইট
কয়েকদিন আগে সফর করে যাওয়া ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যা মিসেস জিলনাইটের (এমপি এজবাস্তন) একটি লেখা প্রকাশিত হয় ডেইলী টেলিগ্রাফে। সেখানে সে পাকী সেনাদের সাফাই গেয়ে উল্লেখ করে, ‘বর্তমানে উদ্বাস্তুদের দেশে ফিরতে ভয়ের কোনো কারণ নেই। প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী উদ্বাস্তুদের ফিরে আসার ব্যাপারে সব রকম ব্যবস্থা নিয়েছে।’ কারগারে শেখ মুজিবের অবস্থা বর্ণনা করে তিনি বলেছিলেন যে, ‘শেখ মুজিব পশ্চিম পাকিস্তানের একটি বাংলোতে আরাম আয়েশে আছে এবং তিনি তার ‘হবি’ বাগান করে সময় কাটাচ্ছেন।’
( জিল নাইট ডানে থেচারের সাথে ১৯৭৯)