মার্কিন বৈদেশিক সাহায্য বিলের পুনরুজ্জীবনের প্রয়াস
ওয়াশিংটন, ৪ নভেম্বর – এপি জানাচ্ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক দীর্ঘ তালিকা প্রকাশ করে সিনেটে বৈদেশিক সাহায্য বিল নাকচ হবার ফলে কি কি বিরূপ ফল হবে তার ফিরিস্থি দিয়েছে। সিনেট যাতে বিলটিকে পুনরুজ্জীবিত করতে রাজি হয় সেজন্যও প্রশাসন সিনেটা রদের উপর চাপ দিচ্ছে।
পররাষ্ট্র দপ্তরের মতে, এর ফলে বাঙলাদেশের শরণার্থীদের সাহায্যে দেবার অর্থ মার্কিন প্রশাসন পাবে। মার্কিন ‘এইড’ সংস্থার সাড়ে ছয় হাজার কর্মী বেকার হবে। সাইগন প্রশাসনের অর্থনীতিকে জিইয়ে রাখা এবং লাওস ও কাম্বােডিয়াকে টিকিয়ে রাখার জন্য মার্কিনদের ৪২৩ কোটিরও বেশি টাকার যে কার্যসূচী আছে তার অপমৃত্যু ঘটবে ইত্যাদি ইত্যাদি।
সূত্র: কালান্তর, ৫.১১.১৯৭১