You dont have javascript enabled! Please enable it! ১৯৪৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করায় শাস্তিপ্রাপ্ত ২৭ জনের নাম ও শাস্তির পরিমাণ - সংগ্রামের নোটবুক

১৯৪৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করায় ২৭ জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়। ৪ বছরের জন্য বহিষ্কার হয় ৬ জন, হল থেকে বহিষ্কার ১৫ জন, ১৫ টাকা জরিমানা ৫ জন এবং ১০ টাকা জরিমানা ১ জন। ছাত্রলীগের আহবায়ক নইমুদ্দিনের ১৫ টাকা জরিমানা হয়। শেখ মুজিবুর রহমানেরও ১৫ টাকা। লুলু বিলকিস বানুর ১০ টাকা।
In the strike of the menials, 27 students were punished by the Dhaka University Executive Council on 29th March 1949 due to their participation and support in the movement.

শাস্তি ও নামের তালিকা

৪ বছরের জন্য বহিষ্কার = ৬ জন
১। দবিরুল ইসলাম (আইনের ছাত্র), ভারপ্রাপ্ত আহবায়ক, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ
২। আবদুল হামিদ চৌধুরী (বি কম দ্বিতীয় বর্ষ)
৩। অলি আহাদ (বি কম দ্বিতীয় বর্ষ)
৪। আবদুল মান্নান (বি এ ক্লাস)
৫। উমাপতি মিত্র (এম এস সি পরিক্ষার্থী)
৬। সমীর কুমার বসু (এম এ ক্লাস)

হল থেকে বহিষ্কার = ১৫ জন
১। আব্দুর রহমান চৌধুরী (আইন ছাত্র), সহ সভাপতি, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদ
২। মোল্লা জালালউদ্দিন (এম এ ক্লাস)
৩। দেওয়ান মাহবুব আলী (আইনের ছাত্র)
৪। আবদুল মতিন (এম এ ক্লাস)
৫। আবদুল মতিন খান চৌধুরী (আইনের ছাত্র)
৬। আব্দুর রসিদ ভুঁইয়া (এম এ ক্লাস)
৭। হেমায়েত উদ্দিন আহমদ (বি এ ক্লাস)
৮। আবদুল মতিন খান (এম এ পরিক্ষার্থী)
৯। নুরুল ইসলাম চৌধুরী (এম এ ক্লাস)
১০। সৈয়দ জামাল কাদেরী (এম এস সি ক্লাস)
১১। আব্দুস সামাদ (এম কম ক্লাস)
১২। সিদ্দীক আলী (এম এ ক্লাস)
১৩। আবদুল বাকী (বি এ ক্লাস)
১৪। জে পাত্রনবিশ (এম এস সি ক্লাস)
১৫। অরবিন্দ বসু (আইনের ছাত্র), সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ, ডাকসু।

পনের টাকা জরিমানা = ৫ জন
১। শেখ মুজিবুর রহমান (আইনের ছাত্র)
২। কল্যাণ দাস গুপ্ত (এম এ ক্লাস), ঢাকা হল ছাত্রসংসদ
৩। নইমুদ্দিন আহমদ (এম এ ও ল’ এর ছাত্র), আহবায়ক পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ
৪। মিস নাদের বেগম (এম এ ক্লাস)
৫। আবদুল ওয়াদুদ (বি এ ক্লাস)

দশ টাকা জরিমানা = ১ জন
মিস লুলু বিলকিস বানু (আইনের ছাত্রী), আহবায়ক, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের মহিলা শাখা।

Reference:
ভাষা আন্দোলন, বায়ান্ন পূর্ব, গোলাম কুদ্দুস, পৃষ্ঠা ১৯২, নালন্দা, ২০১৮
সংগ্রামের নোটবুক
www.songramernotebook.com