You dont have javascript enabled! Please enable it! বিজয়ের পর স্বদেশে প্রত্যাবর্তনকারী পাকিস্তান বৈদেশিক মিশনে বা দূতাবাসে কর্মরত বাঙালি কূতনীতিবিদগণ - সংগ্রামের নোটবুক

নিচে মূলত বাংলাদেশ সরকার ১৯৭১ গ্রন্থসূত্রে ‘মুক্তিযুদ্ধকালে পাকিস্তান বৈদেশিক মিশনে কর্মরত যেসব বাঙালি কূতনীতিবিদ বিজয়ের পর  বাংলাদেশে প্রত্যাবর্তন’ করেছিলেন, তাদের নাম ও কর্মস্থল গ্রন্থিত হলো৪০

বিজয়ের পর স্বদেশে প্রত্যাবর্তনকারী পাকিস্তান বৈদেশিক মিশনে বা দূতাবাসে কর্মরত বাঙালি কূতনীতিবিদ্গণ

 

ক্রমিক নাম পদবি ও দেশ ব্যাচ
১. খাজা মোহাম্মদ কায়সার রাষ্ট্রদূত, চীন  
২. মীর্জা রশীদ আহমদ রাষ্ট্রদূত, লেবানন  
৩. এম. আনওয়ারুল হক রাষ্ট্রদূত, সেনেগাল  
৪. এ. এফ. এম. বশিরুল আলম রাষ্ট্রদূত, পোল্যান্ড  
৫. মোস্তফা কামাল রাষ্ট্রদূত, বুলগেরিয়া ১৯৫১
৬. মনজুর এ চৌধুরী কাউন্সেলর, ফ্রান্স ১৯৫৪
৭. এ. এইচ. এস. আতাউল করিম কাউন্সেলর, ইতালি ১৯৫৫
৮. এ. কে. এইচ. মোর্শেদ কাউন্সেলর, অস্ট্রেলিয়া ১৯৫৭
৯. ফারুক সোবহান প্রথম সচিব, ফ্রান্স ১৯৬৪
১০. মাহবুবুল হক প্রথম সচিব, ইরান ১৯৬৪
১১. খুরশিদ হামিদ দ্বিতীয় সচিব, চীন ১৯৬৫
১২. এ. এস. এম. খায়রুল মাসুদ দ্বিতীয় সচিব, বেলজিয়াম ১৯৬৫
১৩. এ. কে. এম. ফজলুর রহমান দ্বিতীয় সচিব, সুদান ১৯৬৫
১৪. আবদুল কাইয়ুম দ্বিতীয় সচিব, মালয়েশিয়া ১৯৬৩
১৫. কাজী আনওয়ারুল মাসুদ দ্বিতীয় সচিব, বার্মা ১৯৬৬
১৬. মোস্তফা ফারুক মোহাম্মদ দ্বিতীয় সচিব, ইন্দোনেশিয়া ১৯৬৬
১৭. আবদুল মমিন চৌধুরী দ্বিতীয় সচিব, তানজানিয়া ১৯৬৪
১৮. এম. আনওয়ার হাশিম দ্বিতীয় সচিব, যুগোশ্লোভিয়া ১৯৬৪
১৯. এ. কে. এম. ফারুক দ্বিতীয় সচিব, থাইল্যান্ড ১৯৬৬
২০. আহমদ তারিক করিম দ্বিতীয় সচিব, ইরান ১৯৬৭
২১. জিয়াউস শামস চৌধুরী দ্বিতীয় সচিব, অস্ট্রেলিয়া ১৯৬৭
২২. এম. আমিনুল ইসলাম দ্বিতীয় সচিব, মালয়েশিয়া ১৯৬৫
২৩. এস. এম. রাশেদ আহমদ দ্বিতীয় সচিব, যুগোস্লোভিয়া ১৯৬৭
২৪. মোস্তফা কামাল দ্বিতীয় সচিব, জেনেভা  
২৫. মোহাম্মদ জামির তৃতীয় সচিব, মিশর (ইজিপ্ট) ১৯৬৮
২৬. মাহবুব আলম তৃতীয় সচিব, থাইল্যান্ড ১৯৬৮
২৭. রেয়াজুল হাসান তৃতীয় সচিব, সোভিয়েত রাশিয়া  

পৃষ্ঠাঃ  ২০৬

বিজয়ের পর স্বদেশে প্রত্যাবর্তনকারী পাকিস্তান বৈদেশিক মিশনে বা দূতাবাসে কর্মরত বাঙালি কূতনীতিবিদ্গণ

 

ক্রমিক নাম পদবি ও দেশ ব্যাচ
২৮. এম রুহুল আমিন তৃতীয় সচিব, জর্ডান ১৯৬৯
২৯. সৈয়দ নুর হোসেন তৃতীয় সচিব, চীন ১৯৬৯
৩০. এম আফসারুল কাদের তৃতীয় সচিব, তুরস্ক ১৯৬৯
৩১. হুমায়ুন এ কামাল তৃতীয় সচিব, মালয়েশিয়া ১৯৬৯
৩২. এস খাজা শারজিল তৃতীয় সচিব, মিশর  
৩৩. নাসির আহমদ তৃতীয় সচিব, জাপান  
৩৪. আব্দুল্লাহ আল হাসান তৃতীয় সচিব, মিশর ১৯৭০
৩৫. কাজী আফজালুর রহমান তৃতীয় সচিব, ইরান ১৯৭০
৩৬. এম মোতাহার হোসেন তৃতীয় সচিব, ফ্রান্স ১৯৭০
৩৭. তোফায়েল করিম হায়দার তৃতীয় সচিব, পশ্চিম জার্মানি  

৪০. তথ্য সংগৃহীত, বাংলাদেশ সরকার ১৯৭১, পৃষ্ঠা ১৭৬-৭৭। ব্যাচ-তথ্য সংগৃহীত, Gradation List of the Officers of the Bangladesh Civil Service (Foreign Affairs), compiled by the Ministry of Establishment,Government of Bangladesh, BG Press, Tejgaon, Dhaka, 1984.

Source: মুক্তিযুদ্ধে সিএসপি ও ইপিসিএস অফিসারদের ভূমিকা