You dont have javascript enabled! Please enable it! 1972.05.13 | আগামি সপ্তাহে শেরে বাংলা অরথােপেডিক হাসপাতাল চালু হবে। হাসপাতালে প্রথম ৫০ জন মুক্তিযােদ্ধার চিকিৎসা হচ্ছে। ১৩ মে ১৯৭২ - সংগ্রামের নোটবুক
আগামি সপ্তাহে শেরে বাংলা অরথােপেডিক হাসপাতাল চালু হবে।
হাসপাতালে প্রথম ৫০ জন মুক্তিযােদ্ধার চিকিৎসা হচ্ছে।
১৩ মে ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময়
:::::::::::::::::
ঢাকার শেরে বাংলা নগরে শেরে বাংলা অরথােপেডিক হাসপাতাল আগামি সপ্তাহ থেকে চালু হবে। হাসপাতালে প্রথম ৫০ জন মুক্তিযােদ্ধার চিকিৎসা হচ্ছে। হাসপাতালের সাংগঠনিক ডিরেক্টর ডাঃ রােনাল্ড গার্স্ট গত শুক্রবার এনার (ANA) সাথে এক সাক্ষাৎকারে বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই হাসপাতালে দেড়শ পঙ্গু রােগীর চিকিৎসা করা হবে। কারণ, এ হাসপাতালটি প্রধানতঃ তাদের জন্য চালু করা হয়েছে। ডাঃ গার্স্ট বলেন, বাংলাদেশে এ ধরনের হাসপাতাল এটাই প্রথম। এশিয়াতেও এ ধরনের হাসপাতাল খুব বেশি নেই। হাসপাতালের প্রয়ােজনীয় সাজসরঞ্জাম, যন্ত্রপাতি, মেশিনপত্র ইত্যাদির অধিকাংশই বসানাে হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও অপরাপর দেশ থেকে আরও যন্ত্রপাতি আসছে।
পশ্চিম জার্মানীর সাহায্য : পশ্চিম জার্মান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম জার্মানি থেকে একটা বােয়িং ৭০৭ মালবাহী বিমান গত শুক্রবার শেরে বাংলা পঙ্গু পুনর্বাসন হাসপাতাল চালুর জন্য বিভিন্ন সাজসরঞ্জাম, যন্ত্রপাতি নিয়ে ঢাকা এসেছে। 49
 
Reference:
১৩ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 352
ছবি – ডাঃ রোনাল্ড গার্স্ট