You dont have javascript enabled! Please enable it! 1972.03.18 | ইন্দিরা গান্ধীর শীতলক্ষ্যায় নৌ ভ্রমন - সংগ্রামের নোটবুক

১৮ মার্চ ১৯৭২ঃ ইন্দিরা গান্ধীর শীতলক্ষ্যায় নৌ ভ্রমন

সকালে ভারতের প্রধানমন্ত্রী শীতলক্ষ্যায় প্রমোদতরী ইনভেস্টিগেটর এ করে নৌ ভ্রমন করেন। নৌ ভ্রমনে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সহ মন্ত্রীবর্গ এবং শীর্ষ কর্মকর্তাগণও ছিলেন। নৌ ভ্রমণেও উভয় প্রধানমন্ত্রীর মধ্যে অনেক অফিসিয়াল আলোচনা হয়। বিশেষ করে ২৫ বছর মেয়াদী শান্তি চুক্তি। হেলিকপ্টারে করে ইন্দিরা গান্ধী নারায়ণগঞ্জ খানপুরে স্থাপিত হেলিপ্যাড এ অবতরন করেন। সেখানে ইন্দিরা গান্ধীকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অভ্যর্থনা জানায়। সেখান থেকে তিনি কার যোগে ঘাটে যান এবং প্রমোদতরী ইনভেস্টিগেটর যোগে ৬ ঘণ্টা শীতলক্ষ্যায় ভ্রমণ করেন। এ সময় নদীর দু ধারে বিপুল সংখ্যক জনতা জড়ো হয়ে ভারতের প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ইন্দিরা গান্ধী অনেক সময় ধরে নদী ও গ্রামের দৃশ্য উপভোগ করেন। তিনি বাংলার পল্লী দৃশ্য দেখে মুগ্ধ হন।