মেডিকেল কলেজ শিক্ষক-ডাক্তারদের প্র্যাক্টিস বন্ধ করা হবে। – বঙ্গবন্ধু
সরকারি হাসপাতাল থেকে কেবিন ব্যবস্থা বাতিল হবে। – বঙ্গবন্ধু
সরকারি হাসপাতালগুলাে থেকে অবিলম্বে কেবিন এবং পেয়িং বেডের ব্যবস্থা উঠিয়ে দেয়া হবে। এই মর্মে শীঘ্রই সরকারি সিদ্ধান্ত ঘােষণা করা হবে বলে জানা গেছে। মেডিকেল কলেজ প্রশিক্ষণ হাসপাতালে শিক্ষকতায় রত অধ্যাপক ও ডাক্তারদের প্রাকটিসিং সুবিধার বিলােপ এবং অবিলম্বে জাতীয় মেডিকেল কাউন্সিল গঠনের বিষয়ও ঘােষণা করা হবে। সরকার গণমুখী স্বাস্থ্য ব্যবস্থায় ডাক্তারদের আর্থিক সুযােগ সুবিধা সম্প্রসারিত করতে পারেন বলেও শােনা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ মেডিকেল এসােসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে নীতিগতভাবে এই ব্যবস্থা কার্যকরণের আশ্বাস দিয়েছেন। ৩৬
Reference:
১০ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 345
7RD-R1-RIA-485829 (1219060)
ORIGINAL:
The Prime Minister of the People’s Republic of Bangladesh Sheikh Mujibur Rahman, on a visit to the USSR, during a meeting at the Moscow State University.