You dont have javascript enabled! Please enable it! 1971.03.16 | আন্দোলনের পঞ্চদশ দিন - সংগ্রামের নোটবুক

১৬ মার্চ ১৯৭১ঃ আজকের এদিনে

আন্দোলনের পঞ্চদশ দিন

ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে আইনজীবী সমিতির এক সভায় শেখ মুজিবের নেতৃত্ব এ বাংলাদেশের মুক্তি সংগ্রামে যে কোন ত্যাগ স্বীকারের জন্য আইনজীবীদের দৃঢ় সংকল্পের কথা ঘোষণা করা হয়। ঢাকা হাইকোর্ট আইনজীবী সমিতির সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্তে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন এসএম মুফাখখার, মোঃ নুরুল হুদা, এবিএম নুরুল ইসলাম, তোফায়েল আহমেদ প্রমুখ। সভায় জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করা হয়।
প্রেসিডেন্ট হাউজের সামনে আজ বিক্ষোভ করেছে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এ ছাড়া সংগ্রাম পরিষদ বায়তুল মোকাররম এর সামনে সমাবেশ করে। বক্তারা সামরিক আইন আদেশ ১১৫ প্রত্যাখ্যান করে বলেন বাংলার মানুষ এখন থেকে বঙ্গবন্ধুর নির্দেশ মানবে অন্য কারো নয়। তা ছাড়া বাংলাদেশ থেকে সকল পশ্চিম পাকিস্তানী সৈন্য পশ্চিম পাকিস্তানে ফিরিয়ে নেয়ার দাবী জানানো হয়। ডাকসু অফিসে চার ছাত্র নেতা দুজন বিদেশী সাংবাদিকের কাছে আন্দোলন পরিস্থিতির উপর সাক্ষাৎকার প্রদান করেন।

চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করেন। সভায় স্বাধিকারকামী মানুষের সাথে তাদের একাত্মতা ঘোষণা করা হয়। সভাশেষে একটি মিছিল বের করা হয়। মিছিলে শিল্পাচার্য জয়নুল আবেদীন ও মুর্তজা বশীর নেতৃত্ব দেন। মিছিলটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

বাংলা একাডেমী প্রাঙ্গনে শিল্পী কলিম শরাফির নেতৃত্বে ব্রতচারী অনুষ্ঠান পালন করা হয়। প্রতি সোম এবং বৃহস্পতিবার বিকেল ৪টায় তারা এধরনের অনুষ্ঠান করবে।

বিক্ষুব্দ শিল্পী সমাজ শহীদ মিনারে গণমুখী কবিতা পাঠ, নাটক, সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। কবিতা পাঠ করেন খান আতাউর রহমান, মোস্তফা, হাসান ইমাম, আলী মনসুর, আনসার, আব্দুল হামিদ, হাকিম ভাই। নাটকে অভিনয় করেন মোস্তফা, রাজু, ফখরুল, আলতাফ,হাফিজুল ও রাব্বানি। সঙ্গীত পরিবেশন করেন আলতাফ মাহমুদ, মোস্তফা জামান আব্বাসি, অজিত রায়, জাহিদুর রহিম। নাটকটি ছিল গন সংগ্রাম ভিত্তিক। নাটকে একটি চরিত্র ছিল পুলিশের অফিসারের ভুমিকায় আলতাফ মিছিলের উপর গুলী বর্ষণের নির্দেশ দেয় কিন্তু পুলিশ সে নির্দেশ অমান্য করে। জনতা এ সময় পুলিশের অফিসারের ভুমিকায় অভিনয় করা আলতাফের উপর হামলার চেষ্টা করে। অনুষ্ঠান শেষে খান আতাউর রহমান বক্তব্য প্রদান করেন।

নজরুল একাডেমী মালিবাগ ফারুক ইকবালের মাজার প্রাঙ্গনে সভা করে।
দৈনিক পাকিস্তান সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন এবং নাটোরের আওয়ামী লীগ এমএনএ মোবারক হোসেন তাদের সকল খেতাব বর্জন করেছেন।

অল পাকিস্তান আওয়ামী লীগ সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা সারওয়ার আন্দোলনে আহতদের দেখতে আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি তাদের খোজ খবর নেন এসময় তিনি জনগনকে ব্লাড ব্যাঙ্কে রক্ত দানের আহবান জানান।

টঙ্গীতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে

প্রাক্তন সৈনিক সমিতি জরুরী এক সভায় মিলিত হয়ে সমিতি শেখ মুজিব আহুত অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়। সভায় নিরীহ বাঙ্গালীদের হত্যার তীব্র নিন্দা করা হয়।

ইপিসিএস প্রথম শ্রেণী সমিতি এক বৈঠকে শেখ মুজিব আহুত অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়।

যশোরে সাবেক এমএনএ মুসলিম লীগ কনভেনশন নেতা আহমদ আলী সরদারের বাসভবনে বোমা হামলা হয়।

মহিলা পরিষদের উদ্যোগে সেগুনবাগিচায় মহিলাদের শরীর চর্চা প্রশিক্ষন শুরু হয়। হাজারিবাগ, মালিবাগ, ধানমণ্ডিতেও এ ধরনের কর্মসূচী নেয়া হয়েছে।
আওয়ামী লীগের সাহায্য তহবিলে যারা গতকাল পর্যন্ত দান করেছেন তারা হলেন ইউনাইটেড ব্যাঙ্ক ১৩৫০০, মুসলিম কমার্শিয়াল ব্যাঙ্ক ১৫০০০, সেন্ট্রাল গভঃ হাই স্কুলের ছাত্র ছাত্রী ১০০১, সিএ হামিদ কোঃ নারায়ণগঞ্জ ১০০০১, নারায়ণগঞ্জ চেম্বার ১০০১০, কমার্স ব্যাঙ্ক ৫০০০, সিএসপি সমিতি ২০০০, জুট ট্রেডিং ৫০০০ জুট ট্রেডিং কর্মচারী ২৫০০, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ১০০০, হাই স্পীড নেভিগেশন ২৫০০, হাই স্পীড নেভিগেশন স্টাফ ২৫০০, পিআইএ ক্যাপ্টেন নাসির হায়দার ৯৫০, প্লাসকো ল্যাব ৩০০০, ফার্মা পাক ১০০০, পাকিস্তান ফার্মাসিউটিকেল ২০০০, ইস্টার্ন মারকেন্তাইল কর্মচারী ১০০০০, ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার সমিতি ৪৩০০, রায়ের বাজার সমিতি ১১১১, আমির মওলা ২০০, পাকিস্তান জুটমিল সমিতি ৪০০০০, পাকিস্তান জুটমিল সমিতি স্টাফ ৫০০০, নেশনাল ইন্সুরেন্স ২০০০, গ্রেট ইস্টার্ন ইন্সুরেন্স ২৫০০, ফৌজি চটকল স্টাফ ১১৫০১, পিপলস জুটমিল যশোর জুট ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ব্যুরো ১৪৬৮০, বিভিন্ন সংগঠন তাদের মার্চ মাসের একদিনের বেতন দানের কথা ঘোষণা করেছে, ফিলিপ্স ৫০০০, আদমজী জুট স্টাফ ৯৭৬৫, মতিঝিল গভঃ হাইস্কুল ছাত্রছাত্রী ১০০০ টাকা। শ্রমিক লীগ সাধারন সম্পাদক আব্দুল মান্নান এম এন এ শিপ প্রতিষ্ঠানের মালিকদের শ্রমিকদের বেতন থেকে একদিনের বেতন আওয়ামী লীগের ত্রান তহবিলে দেয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছেন।
ঢাকার সকল শ্রম অধ্যুষিত এলাকায় শ্রমিক সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে।

ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতালের ডাক্তার গন এখন থেকে গন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে বিনামুল্লে তাদের চেম্বারে চিকিৎসা দিবে।

স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ এর ৪ নেতা এক বিবৃতিতে সারা দেশে সেনাবাহিনীর অত্যাচার তুলে ধরে প্রদেশ থেকে বর্বর সেনাদের সরিয়ে নেয়ার জন্য ইয়াহিয়ার প্রতি আহবান জানান। তারা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা, মন্নুজান হল, রাজশাহী মেডিক্যাল কলেজ হোস্টেল, যশোর ক্যান্টনমেন্ট, রংপুর ক্যান্টনমেন্ট, ঢাকা ইপিআর ক্যাম্প, চট্টগ্রাম , খুলনা, ঢাকার সেকেন্ড ক্যাপিটাল, ফার্মগেট, নাখাল পাড়ার ড্রাম ফ্যাক্টরি, কচুক্ষেত, রামপুরায় সেনাবাহিনী নিরাপরাধ জনগনকে নির্যাতন করেছে। পরিষদ নেতারা ইয়াহিয়া খানকে এ সকল বর্বর সেনাদের প্রত্যাহার করার আহবান জানান।

কম্যুনিস্ট পার্টি নেতা মনি সিং, অজয় রায়, মীর্জাআব্দুল হাই, তেজেন নাগ, মাহবুব উল্লাহ্‌র মুক্তি এবং সকল মামলা প্রত্যাহারে ইয়াহিয়া সরকারের প্রতি চাপ প্রয়োগের জন্য শেখ মুজিবের প্রতি ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।
ন্যাপ ওয়ালী নেতা ওয়ালী খান ঢাকায় দলীয় কর্মী সমাবেশে বলেছেন সমগ্র পশ্চিম পাকিস্তানী গনতান্ত্রিক শক্তি বাংলার ন্যায্য দাবীর সাথে একাত্ম। তিনি বলেন প্রগতিশীল দল হিসেবে ন্যাপ পূর্ব পাকিস্তানের ন্যায্য দাবীর প্রতি একাত্ম। সভায় বেলুচিস্তান ন্যাপ সাধারন সম্পাদক গাউস বক্স বেজেনজো বক্তৃতা করেন।
পাকিস্তান সেনাবাহিনীর প্রায় সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এখন ঢাকায়।
ঢাকায় এখন অবস্থান করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল হামিদ, রাষ্ট্রপতির প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেঃ এস এম পীরজাদা, মেজর জেনারেল ওমর, মেজর জেনারেল এ ও মিঠা, মেজর জেনারেল ইদ্রুস, আরও অবস্থান করছেন ৬-৭ জন ব্রিগেডিয়ার।
আজিমপুরে সকালে আর্মি রিক্রুট সেন্টারে বোমা হামলা করেছে স্বাধিকার কর্মীরা। কেন্দ্রের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আইন উপদেষ্টা বিচারপতি কর্নেলিয়াস রাষ্ট্রপতির প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃজেঃ এসএম পীরজাদার সাথে বৈঠক করেছেন।

ভারতের উপর দিয়ে বিদেশী বিমানের পূর্ব পাকিস্তানে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ।

ভারত সরকার আজ তার ভূখন্ডের ওপর দিয়ে সমস্ত বিদেশী বিমানের পূর্ব পাকিস্তানে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিম পাকিস্তান থেকে বিদেশী বিমানে পূর্ব পাকিস্তানে সৈন্য পরিবহন বন্ধ করার জন্যই এ ব্যবস্থা নেয়া হয়।

ভারতের সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ নয়াদিল্লীতে বলেন, জনসাধারণের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী বিশ্বের প্রতিটি মানুষ ও সরকারের উচিত শেখ মুজিবুর রহমান এবং তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশকে অকুন্ঠ সমর্থন দেয়া। তিনি এক বিবৃতিতে শেখ মুজিবের অসাধারণ নেতৃত্বের উচ্ছসিত প্রশংসা করেন।
তিনি বলেন গান্ধীজির পর একমাত্র শেখ মুজিবই একমাত্র নেতা যিনি বিশাল আয়তনের অহিংস শক্তি প্রদর্শনের ক্ষমতা লাভ করলেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলীর উপর আমার মত প্রকাশ করতে ইতস্তত করছিলাম কিন্তু শেখ মুজিবুর রহমান সারা বিশ্ব এর স্বাধীনতাকামীদের প্রতি যে আবেদন জানিয়েছেন আজ উহা পাঠ করে তার আবেদনের জবাবে বাধ্য হয়েই আমাকে কিছু বলতে হয়েছে।

এ আর চৌধুরী ও শফিকুল ইসলাম নামে দুই বাঙ্গালী পরিচালক শিপিং কর্পোরেশনের জাহাজে অস্র গোলাবারুদ বহনের প্রতিবাদ করে মহাপরিচালক বরাবর পত্র দিয়েছেন। পরিচালকদ্বয় বলেন শিপিং কর্পোরেশনের জাহাজে সৈন্য, অস্র গোলাবারুদ বহন মানুষের গনতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হামলা।
বেসরকারি ক্রিসেন্ট গ্রুপের মালিকানাধীন যাত্রী ও পণ্যবাহী জাহাজ এম ভি শামস এ করে ২০০০ পশ্চিম পাকিস্তানী চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। স্বাধিকার কর্মী দ্বারা জাহাজ তল্লাসির কথা থাকলেও তা পরে প্রত্যাহার করে নেয়া হয়। ২৪ মার্চ জাহাজ টি করাচী পৌঁছবে বলে আশা করা যায়।