৭ মে ১৯৭১ | পাকিস্তান আর রাজাকাররা এগিয়ে গেছে আজ
শরনার্থীদের টাকা ভারতের ব্যাংকে রাখার অনুমতি দেয়া হয় আজ। [42] আজ সকালে ইন্দিরা গান্ধী বিরোধী নেতাদের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিলেন। তিনি বলেছেন, এখনই স্বীকৃতি দেয়া বাংলাদেশের স্বার্থের অনুকূলে হবেনা। [43] সাবেক মুসলিম লীগ নেতা কবি বেনজির আহমেদের সভাপতিত্তে নারায়নগঞ্জে শান্তি কমিটির মিটিং হয়। (এই বেনজির আহমেদকে ৭৯ সালে একুশে পদক দেয়া হয়।) [44] আজ পিরোজপুরে শান্তি কমিটি গঠিত হয়। [45] আরও কিছু জেলায় আহবায়ক কমিটি হয়। যেমন-
টাঙ্গাইলে পিডিপি নেতা এডভোকেট জুলমত আলি খান
ময়মনসিংহে একেএম মুজিবুল হক
বরিশালে নুরুল হক মজুমদার
পটুয়াখালীতে একে ফজলুল হক
খুলনায় জামাত নেতা মৌলানা একেএম ইউসুফ
কুমিল্লায় সাবেক এমএনএ আজিজুর রহমান
যশোরে সাবেক এমসিএ সৈয়দ শামশুর রহমান
রংপুরে সাবেক এমএনএ সিরাজুল ইসলাম
নাটোরে সাবেক এমএনএ মৌলানা কউচ উদ্দিন সভাপতি এমপিএ আব্দুস সাত্তার খান সাধারন সম্পাদক হয়েছেন। [46]
আজ রাতে মৌলভীবাজারের বালাগঞ্জে পাকিস্তান আর্মি রাজাকারদের সহায়তায় গণহত্যা চালায় এবং ঘরবাড়িতে আগুণ দেয়। এতে ৫৯ জন শহীদের নাম জানা যায়। [47] এদিকে শরনার্থীদের সংখ্যা ২০ লাখে পৌঁছে গেছে। [48] ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এয়ার মার্শাল সুতোপো গভর্নর টিক্কা খানের সাথে সাক্ষাৎ করেন। [49] অতএব দেখা যাচ্ছে আজ কোনকিছুই আমাদের পক্ষে হয়নি। এবং পাকিস্তানিরা তাদের আগ্রাসন আরও জোরালো করেছে। স্বাধীন বাংলার পতাকা নিজ মাটিতে উড়তে কতদিন লাগবে জানিনা। দেখাযাক আগামীকাল কী হয়।
References:
[42] “বাংলাদেশের বাস্তুচ্যুতদের ব্যাংকে টাকা রাখার অনুমতি | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/33074 (accessed May 07, 2020).
[43] “এখনই ভারতের স্বীকৃতি বাংলাদেশের স্বার্থের অনুকূল হবে না- ইন্দিরা | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/91634 (accessed May 07, 2020).
[44] “৭ মে ১৯৭১ঃ শান্তি কমিটিতে কবি বেনজির আহমেদ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56680 (accessed May 07, 2020).
[45] “৭ মে ১৯৭১ তারিখে প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56977 (accessed May 07, 2020).
[46] “৭ মে ১৯৭১ শান্তি কমিটি গঠন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10685 (accessed May 07, 2020).
[47] “৭ মে ১৯৭১ঃ পাঁচগাঁও হত্যাযজ্ঞ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56681 (accessed May 07, 2020).
[48] “বাংলাদেশ ইস্যুতে ভারত চোখ বন্ধ রাখতে পারেনা – ইন্দিরা | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/91166 (accessed May 07, 2020).
[49] “৭ মে ১৯৭১ঃ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের টিক্কা খানের সাথে সাক্ষাৎ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56689 (accessed May 07, 2020).