৬ মে ১৯৭১ | পাকিস্তান সরকার বেশী সংগঠিত
আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সরকার জানায় যে ২৬ মার্চ শেখ মুজিবের দল সশস্ত্র বিদ্রোহ করতে চেয়েছিল – এমন গোপন খবর পেয়েই আর্মির ১২ টি ব্যাটেলিয়ন আক্রমণ চালায়। [31] বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ মহাথেরো জেনারেল হামিদ ও গভর্নর টিক্কা খানের সাথে সাক্ষাৎ করেন। তিনি পাকিস্তানের অখণ্ডতার পক্ষে লড়াই করে যান। (২০০৫ সনে তিনি একুশে পদক লাভ করেন।) [32] পাকসেনারা পিরোজপুরের স্বরূপকাঠি এলাকায় প্রবেশ করে শর্ষিনার পীরের বাড়িতে ঘাঁটি স্থাপন করে। শর্ষিনার পুল থেকে থানা পর্যন্ত এলাকার সমস্ত হিন্দু বাড়ি প্রথমে লুট ও পরে অগ্নিসংযোগ করে এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। [33] যুদ্ধের কারণে কৃষিকাজ না হওয়ায় পূর্ববাঙলায় খাদ্যাভাব শুরু হয়ে গেছে বলে জানা যায়। [34] শরনার্থীর সংখ্যা ইতোমধ্যে ১৪ লক্ষ ৮১ হাজারে পৌঁছেছে বলে জানা যায়। [35] আজ বঙ্গবন্ধুর রাজনৈতিক মিত্র সিন্ধু ইউনাইটেড ফ্রন্ট নেতা জিএম সৈয়দকে গ্রেফতার করা হয়। [36] করাচী থেকে জানানো হয় বন্দি মুজিব সুস্থ আছেন। [37]
আজ তেলিয়াপাড়ায় যুদ্ধ হয়। কুমিল্লায় “Battle of Fenakata” র দিন ছিল আজকে। [38] অবশেষে পশ্চিমবঙ্গের বিধানসভায় সিদ্ধান্ত হয় যে শরনার্থীদের সাহায্য করা হবে। এটা একরকম অফিসিয়াল প্রস্তুতি। [39] যােগেন্দ্র সাহনী নামে একজন রিফিউজির কাছ থেকে জানা যায় যে পাকিস্তান আর্মি ভিক্ষুকদেরকেও রেহাই দিচ্ছেনা। ধরে ধরে মেশিনগান দিয়ে গুলি করে রাস্তায় ফেলে রাখছে। [40] আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন স্থপতি এফআর খান আমেরিকায় বাংলাদেশ আন্দোলন সফল করার উদ্দেশে লন্ডনের কমিটির সাথে মতবিনিময়ের জন্য লন্ডন আসেন। তিনি বিচারপতি চৌধুরীর সাথে দেখা করেন। এফ আর খান শিকাগো শহরে একাই নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আন্দোলন গড়ে তুলেছিলেন। [41] আজকের বিভিন্ন ঘটনা পর্যবেক্ষনে দেখা যায়, তুলনামূলকভাবে পাকিস্তান সরকার আজ বেশী সফলতা অর্জন করেছে। তবে ভারত অফিসিয়ালি শরনার্থীদের ব্যাপারে সিরিয়াস হয়েছে যা আমাদের টিকে থাকার জন্য একটি বড় সিদ্ধান্ত।
References:
[31] “৬ মে ১৯৭১ঃ ২৬ মার্চ শেষ রাতকে আওয়ামী লীগ বিচ্ছিন্নতার প্রস্তুতি নিচ্ছিলো | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56631 (accessed May 06, 2020).
[32] “৬ মে ১৯৭১ঃ বিশুদ্ধানন্দ মহাথেরো জেনারেল হামিদ ও গভর্নর টিক্কা খানের সাথে সাক্ষাৎ করেছেন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56629 (accessed May 06, 2020).
[33] “৬ মে ১৯৭১ পিরোজপুর | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10634 (accessed May 06, 2020).
[34] “পূর্ববঙ্গে খাদ্যাভাব | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/29405 (accessed May 06, 2020).
[35] “৬ মে ১৯৭১ঃ জাতিসংঘের প্রতিনিধি ভারতে আসার পর কেন্দ্রীয় ত্রান মন্ত্রীর বিবৃতি | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56620 (accessed May 06, 2020).
[36] “৬ মে ১৯৭১ জিএম সৈয়দ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10632 (accessed May 06, 2020).
[37] “Mujib in good health, says Pak officer | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/5300 (accessed May 06, 2020).
[38] “May 6- 1971 | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/59380 (accessed May 06, 2020).
[39] “শরণার্থীদের এখানে আশ্রয় দেওয়াই সরকারের নীতি | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/33072 (accessed May 06, 2020).
[40] “পাক বাহিনী ভিক্ষুকদেরও রেহাই দিচ্ছে না | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/29407 (accessed May 06, 2020).
[41] “৬ মে ১৯৭১ঃ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আন্দোলন ১৯৭১- এফআর খান | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56621 (accessed May 06, 2020)