You dont have javascript enabled! Please enable it! বঙ্গবন্ধুর করা কি কি আইন বাতিল করে জিয়া আলবদরকে পুনর্বাসন করে? | আলবদরের পুনর্বাসন - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর করা কি কি আইন বাতিল করে জিয়া আলবদরকে পুনর্বাসন করে?

সামরিক শাসন জারি করে লে. জে. জিয়াউর রহমান বঙ্গবন্ধুর করা যেসব আইন বাতিল করে আলবদরদের রাজনীতিতে নিয়ে এসেছিলেন সেগুলাে হলাে— 

১. ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর Ordinance No. 63 of 1975-এর মাধ্যমে দালাল আইন বাতিল করা।

 ২. ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর second proclamation order No. 3 of 1975 প্রথম তফসিল থেকে দালাল আইনের যে সুরক্ষা দেয়া হয়েছিল তা বাতিল। 

৩. ১৯৭৬ সালে second proclamation order No. 3 of 1976-এর মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতি পুনঃপ্রবর্তনের জন্য ৩৮ অনুচ্ছেদের শর্তাদি রহিতকরণ। 

৪. ১৯৭৭ সালে proclamation order No. I of 1977 জারি করে সংসদে আলবদরদের নির্বাচিত হওয়ার সুযােগ করে দেয়ার জন্য সংবিধানের ৬৬ অনুচ্ছেদের কিছু অংশ রহিতকরণ। 

৫. ১৯৭৬ সালের ১৮ জানুয়ারি যাদের নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছিল, নাগরিকত্ব ফেরত পাওয়ার জন্য তাদের আবেদনের অনুরােধ। 

৬. ১৯৭৭ সালে proclamation order No. 1 of 1977 দ্বারা সংবিধানের ১২ অনুচ্ছেদ রহিতকরণ।

Reference:

১৯৭১ঃ অবরুদ্ধ দেশে প্রতিরোধ – মুনতাসীর মামুন, পৃষ্ঠা ৪১