You dont have javascript enabled! Please enable it! 1971.03.13 | আন্দোলনের ১২তম দিন - সংগ্রামের নোটবুক

১৩ মার্চ ১৯৭১ঃ আজকের এদিনে

আন্দোলনের ১২তম দিন

সামরিক শাসন কর্তৃপক্ষ ১১৫নং সামরিক আদেশ জারি করে আগামী ১৫ মার্চ সকাল ১০টার প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেয়। এই সামরিক নির্দেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের চাকুরিচ্যুত পলাতক ঘোষণা করে সামরিক আদালতে বিচার করা হবে। নির্দেশ অমান্যকারীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড দেয়া হবে।
প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদীন সাবেক জাতীয় পরিষদ সদস্য আবদুল হাকিম পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব পদক বর্জন করেন।
চট্টগ্রামে মার্চ সোনা মিয়া নামে আহত একজন স্বাধিকার কর্মী আজ মারা গেছেন।
বাংলা একাডেমী রেলওয়ে কর্তৃপক্ষ আন্দোলন সমর্থন করে এদিন থেকে অসহযোগ আন্দোলন শুরু করে।

নতুন সামরিক নির্দেশ জারির প্রতিবাদে শেখ মুজিব

সামরিক নির্দেশ জারির পর পরই শেখ মুজিবুর রহমান সামরিক আইনের আরেকটি নির্দেশ জারীতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, যে ক্ষেত্রে আমরা জনগনের পক্ষ হতে সামরিক শাসন প্রত্যাহারের জন্য যখন দাবী জানাচ্ছি ঠিক তখন নতুন করে এধরনের সামরিক নির্দেশ জারি পক্ষান্তরে জনসাধারণকে উস্কানি দান করা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন যারা আইন জারী করেছেন তাদের পক্ষে দেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সজাগ হওয়া উচিত এবং স্মরন রাখা উচিত যে জনগন আর এই ধরনের ভীতি প্রদর্শনকে গ্রাহ্য করেনা। তারা ইস্পাত কঠিন সঙ্কল্পে ঐক্যবদ্ধ।

টঙ্গীতে নুরে আলম সিদ্দিকী

টঙ্গীর অদুরে বোর্ড বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী বলেন বাংলাদেশের মুক্তি স্বাধীনতা আন্দোলনে যারা প্রান বিসর্জন দিয়েছে বাঙ্গালী জাতি তাদের রক্ত বৃথা যেতে দেবে না। বাঙ্গালীরা এবার যেকোনো মূল্য তাদের বাচার দাবী আদায় করতে চায়। তিনি জনগণকে শেখ মুজিবের নির্দেশ অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম মিয়ার সভাপতিত্তে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল হক চৌধুরী, শহিদুল্লাহ হল জি এস খান মোঃ হাসান আওয়ামী লীগ নেতা কাজী মোজাম্মেল হক।

স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ

স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আসম আব্দুর রব আব্দুল কদ্দুস মাখন এক যুক্ত বিবৃতিতে বলেন জনগনের মনে রাখা উচিত যে স্বার্থান্বেষী মনোভাব গ্রহন করে এমনিতর পুজি পাচার বাংলার স্বাধীনতা সংগ্রামের পরিপন্থী। তাদের আর মনে রাখা উচিত যে, যে সকল বাঙ্গালী বাংলাদেশে আসিতেছেন তাহাদিগকে একটি পয়সাও বা সামান্য মূল্যমানের কোন জিনিষ আনিতে দেয়া হচ্ছে না। তাই নেতৃবৃন্দ বাংলাদেশ ত্যাগকারীদের বাড়িগাড়ি সম্পদ কিনে বাংলার অর্থ বিদেশে পাচারে সহযোগিতা না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান

পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন

পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আন্দোলনের সমর্থনে এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে এক বিশাল মশাল মিছিল বের করে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ২য় দিনের মত কর্মীদের প্যারেড অনুষ্ঠিত হয়।

বিদেশী নাগরিকদের ঢাকা ত্যাগ

ঢাকাস্থ জাতিসংঘের ৬৫ জন নাগরিক বিশেষ বিমানে পূর্ব পাকিস্তান ত্যাগ করেন। ঢাকাস্থ পশ্চিম জার্মান দূতাবাসের কর্মচারীসহ ৬০ জন ঢাকা ত্যাগ করেছেন।
জাপান থেকে পাঠানো বিশেষ বিমানে জাপানের পর্বতারোহী দলের বেশ কিছু সদস্য কারিগরি বিশেষজ্ঞ দের পরিবারের সদস্য বৃন্দ টোকিওর পথে ঢাকা ত্যাগ করেছেন।
ব্রিটিশ হাই কমিশন জানিয়েছে তারা তাদের নাগরিকদের অপসারণ করছে না। আগে তাদের ৬০ জন অপসারন করা হয়েছিল। এছাড়া ইতালি অন্যান্য কয়েকটি দেশের নাগরিক ঢাকা ত্যাগ করেছেন।

ভৈরবে মওলানা ভাসানী

মওলানা ভাসানী ভৈরব রেল ময়দানে এক জনসভায় বলেছেন পূর্ব বাংলা আসলেই স্বাধীন এবং এক্ষনে আমরা এখন একটি পূর্ববঙ্গ সরকার গঠনের অপেক্ষায় আছি। তিনি বলেন এখন আর স্বাধীনতার স্লোগান দেয়ার প্রয়োজন নেই। পূর্ব বাংলার লোকজন তাদের মৌলিক অধিকার আদায়ের প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছিল এবং কিভাবে মুক্তি সংরামের জন্য জীবন দিতে হয় তা তারা শিখেছে। মুক্তির জন্য এই অহিংস অসহযোগ আন্দোলনে বাংলার সকল শ্রেণীর লোক যেভাবে ঐক্য শৃঙ্খলার পরিচয় দিয়েছে তিনি তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বিদেশী কাপর পরিধান বন্ধ এবং মদ গাজা সেবন থেকে বিরত থাকার জন্য জনগনের প্রতি আহবান জানান।

সাবেক জাতীয় পরিষদ সদস্য আফাজউদ্দিন ফকির

সাবেক জাতীয় পরিষদ সদস্য আফাজউদ্দিন ফকির এক বিবৃতিতে অভিমত প্রকাশ করেন যে বর্তমান পরিস্থিতিতে পিপিপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো এর সাথে আলোচনার সকল গুরুত্বই তিরোহিত হয়ে গিয়েছে। এক্ষনে এরুপ আলোচনা একটি মীমাংসাকেই বিলম্বিত করবে যার ফলে রাজনৈতিক অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই নতুন করে সঙ্কট সৃষ্টি হতে পারে। তিনি বলেন প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠ দলের নেতার মতামত অনুযায়ী কাজ করতে ব্যর্থ হওয়ায় তিনি পরিস্থিতির উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছেন। তিনি বলেন প্রেসিডেন্ট এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন যদি তিনি শেখ মুজিবের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করেন। তিনি বলেন কিভাবে ক্ষমতা দেয়া যায় তার উপর প্রশ্ন উঠতে পারে। কিন্তু এর উত্তর খুব সহজ। আইউব খান যেভাবেলেটার অব অথরিটিদ্বারা ইয়াহিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন ঠিক সেভাবেই ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে পূর্বাঞ্চলের প্রতিরক্ষা বাহিনী পরিচালনার দায়িত্ব একজন বাঙালি জেনারেলের কাছে হস্তান্তর, বেঙ্গল রেজিমেন্টের সবকটি ব্যাটিলিয়নের পরিচালনা কর্তৃত্ব বাঙালি অফিসারদের হাতে অর্পণ এবং বিগত এক মাসে পূর্ববাংলায় যে অতিরিক্ত পাকিস্তানি সৈন্য আনা হয়েছে তাদের প্রত্যাহারের দাবি জানান

ওয়ালী খান বেজেঞ্জো ঢাকায় এসেছেন

ন্যাপের সভাপতি খান আবদুল ওয়ালী খান ন্যাপ নেতা গাউস বক্স বেজেঞ্জো সকালে করাচী থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের দাবীর প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন দেশের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের সাথে আলাপ আলোচনার জন্যই তারা ঢাকা এসেছেন।

পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দ

লাহোরে টি রাজনৈতিক দলের পার্লামেন্টারি পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। জমিয়াতুল উলেমাইসলামের নেতা মওলানা মুফতি মাহমুদের সভাপতিত্বে এই বৈঠকে কাউন্সিল লিগ নেতা মিয়া মমতাজ দৌলতানা এবং সরদার শওকত হায়াত খান, জমিয়াতুল উলেমাপাকিস্তান এর মওলানা শাহ আহমদ নূরানিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার, সংখ্যাগরিষ্ঠ দলের নেতার কাছে ক্ষমতা হস্তান্তর, বাংলাদেশে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত করার দাবী জানানো হয়েছে। সভা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে অবিলম্বে বাংলাদেশে যেয়ে শেখ মুজিবের সাথে আলোচনায় বসে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া অচলাবস্থা দূরীকরণের পন্থা উদ্ভাবনের আহবান করা হয়