You dont have javascript enabled! Please enable it! 1971.03.12 | স্বাধিকার আন্দোলনের একাদশ দিন | বাংলাদেশের জনগণকে ইতিপূর্বে দেয়া পাকিস্তানী খেতাব বর্জনের আহবান জানিয়েছে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ | শ্রমিক লীগ সংগ্রাম পরিষদ গঠন করেছে | লেখক সংগ্রাম শিবির/ চারু কারু কলা সংগ্রাম পরিষদ গঠিত | মিথ্যা সংবাদের প্রতি তাজউদ্দিনের প্রতিবাদ | - সংগ্রামের নোটবুক

১২ মার্চ ১৯৭১ঃ আজকের এদিনে

স্বাধিকার আন্দোলনের একাদশ দিন

শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত অসহযোগ আন্দোলন সরকারি আধাসরকারী কর্মচারীদের কর্মস্থল বর্জন, শিক্ষা প্রতিষ্ঠানে তালা, সরকারী বেসরকারী ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, বাসগৃহও যানবাহনে কালো পতাকা ওড়ানোর মাধ্যমে অব্যাহত থাকে।
বিকেলে ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে।
বগুড়া জেলখানা ভেঙ্গে ২৭ জন কয়েদী পালিয়ে যায়। কারারক্ষীদের গুলিতে জন কয়েদী নিহত ১৫ জন আহত হয়।
সরকারী আধা সরকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমুহের ২৪ টি ইউনিয়ন বায়তুল মোকাররম এর সামনে সভা বিক্ষোভ মিছিল করে।
সিএসপি, ইপিসিএস কর্মকর্তারা আন্দোলনকে সমর্থন দিয়েছে। তারা জানিয়েছে তারা এখন থেকে শেখ মুজিবের নির্দেশে চলবে।
রাওয়ালপিন্ডিতে এক সরকারি ঘোষণায় ২৩ মার্চ পাকিস্তান দিবসের নির্ধারিত সম্মিলিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, খেতাব বিতরণ অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়।
জাতীয় শ্রমিক লীগ স্বাধীনতা আন্দোলনে শরীক হওয়ার জন্য সংগ্রাম পরিষদ গঠন করেছে।
বিভিন্ন দপ্তরের কতক অবাঙালী শীর্ষ কর্মকর্তা আত্মগোপন করেছে অথবা পশ্চিম পাকিস্তান ফেরত গিয়েছে।
করাচীতে বাঙ্গালী সংবাদ পাঠক সরকার কবির উদ্দিন রেডিও বর্জন করছেন।
জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন।
চলচ্চিত্র প্রদর্শকরা অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ঢাকা সহ সারাদেশে অনির্দিষ্টকাল প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
বিক্ষুব্দ শিল্পী সংগ্রাম পরিষদ ইস্কাটনে এক সভায় বেতার টেলিভিশন ভবনে সেনা মোতায়েনের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা দেশের সর্বত্র আন্দোলনমুখী কর্মসূচী প্রচারের ব্যাপক প্রস্তুতি গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।
বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর তেল সরবরাহ লাইন বন্ধের উদ্দেশে গোদনাইলের কাছে ঢাকা নারায়ণগঞ্জ সড়কের অংশ বিশেষ বিচ্ছিন্ন করে দিয়েছে।
ঢাকার অনেক অবাঙ্গালী কর্মকর্তা কর্মচারী রাতারাতি উধাও হয়ে গেছে এদের মধ্যে আছেন ন্যাশনাল ব্যাঙ্কের ডিএমডি জিএম চৌধুরী, অসংখ্য দারোয়ান।
রেসকোর্সে ঐতিহাসিক মার্চের সমাবেশে শেখ মুজিবের নির্দেশাবলী এবং ঘোষণাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আওয়ামী ওলামা পার্টি, পাট সমিতি, ন্যাশনাল মেডিক্যাল হাসপাতাল, সমাজকল্যাণ ইন্সটিটিউট।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আওয়ামী লীগ সাহায্য তহবিলে একদিনের বেতন দান করেছে।

বাংলাদেশের জনগণকে ইতিপূর্বে দেয়া পাকিস্তানী খেতাব বর্জনের আহবান জানিয়েছে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ

স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ এর নেতা যুক্ত বিবৃতিতে বলেছেন বাংলাদেশের জনগণকে ইতিপূর্বে দেয়া পাকিস্তানী খেতাব বর্জনের আহবান জানিয়েছেন। বিবৃতিতে সামরিক বাহিনীর যে কোন চলাচলে সহযোগিতা না করার আহবান জানিয়েছেন। তারা পশ্চিম পাকিস্তানী মালিকাধিন কয়েকটি ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করেন যে এসকল ব্যাঙ্কগুলি অনেক বেনামে একাউনট খুলে প্রতি একাউনট থেকে ১৫০০ টাকা করে টাকা উত্তোলন করে এক সাথে টাকা জমিয়ে পশ্চিম পাকিস্তানে পাচার করছে। বেবস্থা বন্ধের জন্য তারা ব্যাংক গুলোকে সতর্ক করে দেন। জনশত্রুদের খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধের জন্য তারা জনগনের প্রতি আহবান জানান। ইয়াহিয়ার সাথে মুজিবের বৈঠক হওয়ার আগে প্রেসিডেন্ট এর মার্চের ভাষণ প্রত্যাহারের দাবী জানান। প্রস্তাবিত বৈঠক অবশ্যই শেখ মুজিবের ধানমণ্ডির বাস ভবনে অনুষ্ঠিত হতে হবে অন্যথায় শেখ মুজিবকে সে বৈঠক বর্জন করার আহ্বান জানানো হয়।

শ্রমিক লীগ সংগ্রাম পরিষদ গঠন করেছে

জাতীয় শ্রমিক লীগ জরুরী সভায় মিলিত হয়ে সংগ্রাম পরিষদ গঠন করেছে। সভায় দলের সভাপতি মোহাম্মদ শাহজাহান সভাপতিত্ব করেন। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে শেখ মুজিবের নির্দেশাবলী অনুসরণ করে শ্রমিক সমাজ দেশের মুক্তি আন্দোলনে অংশ গ্রহন করবে। সভায় সিদ্ধান্ত হয় যে হরতাল পালন জনিত কারনে শ্রমিকরা সেদিনের বেতন মজুরী প্রাপ্য হবেন এবং জরুরী সেবার দায়িত্ব পালনকারী সকল কর্মচারী দারোয়ান অতিরিক্ত বেতন পাবেন। সভায় আওয়ামী লীগের সাহায্য তহবিলে একদিনের বেতন দানের সিদ্ধান্ত গৃহীত হয়।

লেখক সংগ্রাম শিবির/ চারু কারু কলা সংগ্রাম পরিষদ গঠিত

পূর্ব বাংলার লেখক এবং চারু শিল্পী পটুয়ারা মুক্তি সংগ্রামকে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহায়তা সংগ্রামে জনতার সাথে একাত্ম হওয়ার জন্য তিনটি সভা করে।
বাংলাদেশের স্বাধিকার সংগ্রাম আন্দোলনে একাত্ম ঘোষণা করে বাংলার প্রখ্যাত কবি, সাহিত্যিক গন লেখক সংগ্রাম শিবির গঠন করেছেন। কমিটির আহ্বায়ক হন হাসান হাফিজুর রহমান। সদস্য সিকান্দর আবু জাফর, শওকত ওসমান, শামশুর রহমান, আহমেদ শরীফ, বদর উদ্দিন উমর, রনেশ দাশ, সাইদ আতিকুল্লাহ, বোরহান উদ্দিন জাহাঙ্গীর, রোকনুজ্জামান খান, ফজল শাহাবুদ্দিন, সৈয়দ শামশুল হক।
চারু কারু কলা মহাবিদ্যালয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ শফিকুল হোসেনের সভাপতিত্তে এক সভায় শিল্পি মুর্তজা বশীর কাইউম খানকে আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট চারু কারু কলা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে।

মিথ্যা সংবাদের প্রতি তাজউদ্দিনের প্রতিবাদ

প্রাদেশিক আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমেদ আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের কাছে ভুট্টোর প্রেরিত তারবার্তাটি শেখ মুজিবের পরীক্ষাধীন আছে এবং পাঞ্জাব আওয়ামী লীগ সভাপতি এম খুরশিদ প্রেসিডেন্ট ইয়াহিয়ার একটি পত্র বহন করে এনে শেখ মুজিবের কাছে হস্তান্তর করেছেন রাষ্ট্রীয় বেতারে এমন সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি খবর দুটির সত্যতা অস্বীকার করে পত্রিকায় বিবৃতি দিয়েছেন।

ক্যাপ্টেন মনসুর আলী

প্রাদেশিক সংসদীয় দল নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত দক্ষিণাঞ্চলীয় ঘূর্ণি দুর্গতদের ত্রানবাহী জাহাজ কেন্দ্রীয় সরকারের নির্দেশে করাচীর দিকে গতিপথ পরিবর্তনের সংবাদ পেয়েছেন তিনি ব্যাপারে সরকারের অবস্থানের ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন শোষণের কৌশল নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠী সব সময়েই সম্পদ বাংলাদেশের বাহিরে প্রেরন করার জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করেছে। তিনি বলেন যে বাংলার মানুষ আজ চরম ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত। বাংলার সঙ্গবদ্ধ মানুষ শোষক এবং তাদের আম্লাদের প্রতিহত করতে বদ্ধ পরিকর এবং তাহাদিগকে জনগনের আদালতে জবাবদিহি হইতে হবে বলে মন্তব্য করেন।

ন্যাপ (ওয়ালী) কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত

ঢাকায় ন্যাপ (ওয়ালী) কার্যকরী কমিটির সভায় স্বাধীনতা সংগ্রামকে আরও সু সংগঠিত শক্তিশালী করে তোলার জন্য জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে বাংলাদেশের শোষিত শ্রেণী গুলোকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানানো হয়। ছাড়া কমিটি দেশের প্রত্যেক পাড়া মহল্লা শিল্প এলাকা গ্রামে ঐক্যবদ্ধ সংগ্রাম পরিষদ গঠন করে সু শৃঙ্খল সুসংগঠিত গনবাহিনী গঠনের জন্য জনগনের প্রতি আহ্বান জানানো হয়। কমিটি বিগত দিনগুলিতে সেনাবাহিনীর নির্বিচারে গণহত্যার বিচারবিভাগীয় তদন্ত অনুষ্ঠানের জন্য বিচারপতির নেতৃত্ব কমিশন গঠনের আহবান জানান।
দলের একটি আঞ্চলিক শাখা সদর ঘাটে পথ সভা করে এবং বিক্ষোভ মিছিল করে।

ময়মনসিংহে ভাসানী

ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে এক জনসভায় ন্যাপ প্রধান আবদুল হামিদ খান ভাসানী বলেন বাংলার সাড়ে সাত কোটি বাঙ্গালী যে মুজিবের পিছনে অটুট ঐক্য নিয়ে দারিয়েছে তা শাসনতন্ত্রের জন্য নয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই শেখ মুজিবর রহমানের পিছনে অটুট ঐক্যবদ্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে লাথি মেরে সাড়ে সাত কোটি বাঙ্গালীর স্বাধিকার আন্দোলনে সঠিক নেতৃত্ব দেয়ার জন্য তিনি শেখ মুজিবের প্রতি আহবান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে লাথি মেরে শেখ মুজিব যদি বাঙ্গালীর স্বাধিকার আন্দোলনে সঠিক নেতৃত্ব দিতে পারেন তা হলে ইতিহাসে তিনি কালজয়ী বীর রুপে নেতা রুপে অমর হয়ে থাকবেন। সভায় দলের সাধারন সম্পাদক মশিউর রহমান বক্তব্য রাখেন।

প্রেসিডেন্ট এর প্রতি গোলাম আজম

পূর্ব পাকিস্তান জামাতে ইসলামী সভাপতি অধ্যাপক গোলাম আজম এক বিবৃতিতে অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছেন। তিনি বলেন সামরিক সরকারের বুঝা উচিত যে বুলেট এবং বেয়োনেট দ্বারা দেশের সংহতি অখণ্ডতা রক্ষা করা যায় না। তিনি বলেন শেখ মুজিবের আহবানে জনগন অসহযোগ চালিয়ে যাবার ফলে সর্বত্র যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সত্বর সামরিক শাসন প্রত্যাহার জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ছাড়া সঙ্কট জনক অবস্থার অবসান কিছুতেই হবে না। তিনি বলেন প্রেসিডেন্ট এর ভ্রান্ত পদক্ষেপের পরিনামে অনেক জানমালের ক্ষতি হয়ে গিয়েছে। আল্লাহর দহাই দিয়ে তার প্রতি আহবান জানাচ্ছি ইতিমধ্যেই যে দুঃখজনক রক্তপাত হয়েছে স্থায়ী ভাবে উহার অবসান করুন। গত কয়েকদিনে শেখ সাহেবের আকুল আবেদনে যে কিছু শান্তি বিরাজ করছে ক্ষমতা হস্তান্তর বিলম্ব হলে তার নিয়ন্ত্রনের বাহিরে চলে যেতে পারে