You dont have javascript enabled! Please enable it! 1971.03.10 | ব্যাঙ্কের লেনদেন ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে | ১১৪ নং সামরিক আদেশ জারী | কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মীসভা | স্বাধীন বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদ সভা | নিউমার্কেট এলাকায় ওয়ালী ন্যাপের পথসভা | ছাত্র ইউনিয়ন দীর্ঘস্থায়ী লড়াইয়ে প্রস্তুত হওয়ার জন্য আহবান | বিপ্লবী ছাত্র ইউনিয়ন স্থানীয় পর্যায়ে ছোট ছোট সমাবেশ করার আহ্বান - সংগ্রামের নোটবুক

১০ মার্চ ১৯৭১ঃ আজকের এদিনে

৯ম দিনে স্বাধিকার আন্দোলন

শেখ মুজিবুর রহমানের নির্দেশে সারাদেশে সরকারি ও আধাসরকারি অফিসের কর্মচারীরা দশম দিনের মতো কাজে যোগদানে বিরত থাকেন। বেসরকারী অফিস, ব্যাংক ও ব্যবসা কেন্দ্র খোলা থাকে। ঘরে ঘরে সরকারি ও বেসরকারী ভবন, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে কালো পতাকা ওড়ে। এমনকি রাজারবাগ পুলিশ লাইন, থানা ও হাইকোর্টের প্রধান বিচারপতির বাসভবনেও কলো পতাকা উত্তোলিত হয়।

ব্যাঙ্কের লেনদেন ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে

৪টি প্রতিষ্ঠানের যৌথ লেখক শিল্পী মুক্তি সংগ্রাম কমিটি এক বিরাট মিছিল বের করে। মিছিলটি বায়তুল মোকাররম হতে শহীদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে তারা শহীদ মিনারে এক সভা করে।
নারায়নগঞ্জ জেলখানা ভেঙ্গে ৪০ জন হাজতি/কয়েদী পালিয়ে যায়। রক্ষীদের গুলিতে ১জন নিহত জন ২৫ আহত হয়।
যুক্তরাষ্ট্র থেকে আসা ৩২০০০ টন খাদ্যশস্য বাহী জাহাজ এম ভি ব্যানটাগরিজানের গতিপথ বদলিয়ে করাচীর দিকে সরিয়ে নেয়া হচ্ছে।
শিল্পী মুর্তজা বশীর ইসলামাবাদে আয়োজিত সরকারী এক চিত্র প্রদর্শনী বর্জন করেছেন।
রাজশাহীতে আজ কারফিউ প্রত্যাহার করা হয়েছে।

১১৪ নং সামরিক আদেশ জারী

প্রদেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর খাদ্য পরিবহন যান চলাচলে বাধা দেয়ার প্রেক্ষিতে এ আদেশ জারী করা হয় আদেশে বলা হয় কেউ যদি সেনাবাহিনীর খাদ্য পরিবহনে বাধা দেয় বা বিদ্যুৎ সরবরাহে প্রতিবন্ধকতার সৃষ্টি করে তবে তাকে সামরিক বিধি লঙ্ঘনের দায়ে সাজা দেয়া হবে।
গভর্নর টিক্কা খানের শপথ অনুষ্ঠান পরিচালনায় অস্বীকৃতি জানানোয় বিচারপতি বদ্রুদ্দিন আহমেদ সিদ্দিকিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বারের ১৪ শীর্ষ আইনজীবী।
চিত্র শিল্পী মুর্তজা বশীর ইসলামাবাদে অনুষ্ঠিতব্য চিত্র প্রদর্শনী বর্জন করেছেন এবং সকল শিল্পীদের এ ধরনের জাতীয় অনুষ্ঠান বর্জনের আহবান জানিয়েছেন।
চট্টগ্রাম আওয়ামী লীগ এক বিবৃতিতে কতিপয় ব্যাঙ্ক এবং ব্যাবসা প্রতিষ্ঠানকে পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম থেকে অর্থ পাচারের বিরুদ্ধে হুশিয়ার করে দিয়েছে। যে সকল শিল্প কারখানার শ্রমিকদের এখনও বেতন দেয়া হয়নি সে সকল শিল্প কারখানার পে রোল ধরে বেতন পরিশোধ করার জন্য ব্যাঙ্ক গুলোকে নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম আওয়ামী লীগ সকল শিল্প কারখানার শ্রমিক কর্মচারীদের শেখ মুজিব নির্দেশিত কর্মসূচী অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মীসভা

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র লীগের প্রতি সদস্যকে সংগ্রাম পরিষদের সকল প্রকার কর্মসূচীকে সফল করার জন্য আরও ঘনিষ্ঠ মনোবল নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করা হয়। যে সকল গৃহে এখনও কালো পতাকা উত্তোলন করা হয়নি সে সকল গৃহে কালো পতাকা উত্তোলন করার আহ্বান জানানো হয়। আজকের মধ্যে কালো পতাকা উত্তোলন না করিলে কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে ছাত্রলীগকে দায়ী করা যাবে না। ছাত্রলীগ ও ডাকসু এক বিবৃতিতে তাদের নামের কাগজ ও সিল ছাড়া কাউকে চাদা না দেয়ার আহবান জানিয়েছে।
অপর এক বিবৃতিতে ছাত্রলীগ নেতারা চট্টগ্রাম বন্দরে অস্র বাহী জাহাজ এম ভি সোয়াত নোঙ্গর করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জাহাজটি ১৭ নং জেটিতে খালাশের অপেক্ষায় আছে কিন্তু বাঙ্গালী শ্রমিকরা এসব অস্র খালাসে অস্বীকৃতি জানিয়েছে। তারা আরও বলেন তারা জানতে পেরেছেন এরুপ আরও ৫-৬ টি অস্র বাহী জাহাজ চট্টগ্রাম পৌছার অপেক্ষায় আছে। তারা ওসকল জাহাজের খালাশ প্রতিরোধ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

স্বাধীন বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদ সভা

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদ সদস্য রেজাউল করিম মুস্তাক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বাঙালি সৈন্য, ইপিআর ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি পাকিস্তানী উপনিবেশবাদী সরকারের সাথে সহযোগিতা না করার আবেদন জানান। বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে স্বাধীনতা সংগ্রামের কাজে নিয়োজিত প্রতিটি মুক্তিসেনাকে সকল প্রকার সাহায্য করার জন্য অনুরোধ করা হয়। কোন বাঙ্গালী বা বাঙ্গালী মালিকানাধীন প্রতিষ্ঠান স্বাধীনতা সংগ্রামের কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে তাকে চরম শাস্তি দেয়া হবে।

নিউমার্কেট এলাকায় ওয়ালী ন্যাপের পথসভা

বিকেলে ওয়ালী পন্থী ন্যাপের উদ্যোগে শোষণমুক্ত স্বাধীণবাংলার দাবিতে ঢাকা নিউমার্কেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক মোজাফফর আহমদ সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন প্রাদেশিক যুগ্ন সাধারন সম্পাদক পীর হাবিবুর রহমান, মতিয়া চৌধুরী। সভায় অধ্যাপক মোজাফফর আহমদ বলেন বাংলাদেশের প্রতিটি নাগরিক স্বাধীনতা সংগ্রামে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জনগণকে সেনাবাহিনীর সাথে লড়াই এর প্রস্তুতি নেয়ার কথা বলেন।

ছাত্র ইউনিয়ন দীর্ঘস্থায়ী লড়াইয়ে প্রস্তুত হওয়ার জন্য আহবান

ছাত্র ইউনিয়ন বাংলার মুক্তির জন্য দীর্ঘস্থায়ী লড়াইয়ে প্রস্তুত হওয়ার জন্য জনগণকে আহবান জানাতে শহরের বিভিন্ন স্থানে পথসভায় আহবান জানায়। শহীদ মিনার থেকে তাদের গণসংগীতের স্কোয়াড শহর প্রদক্ষিন করে। তারা মহল্লায় মহল্লায় প্রতিরোধ বাহিনী ও মুক্তি বাহিনী গঠনের আহবান জানান। পথসভা গুলোতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। উদীচী শিল্পী গোষ্ঠী গণআন্দোলনের প্রেক্ষাপটে গন সঙ্গীত রচনা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন। সভায় শিল্পীদের দেশপ্রেমের চেতনায় দেশবাসীকে উদ্ভুদ্ধ করার আহবান জানানো হয়।

বিপ্লবী ছাত্র ইউনিয়ন স্থানীয় পর্যায়ে ছোট ছোট সমাবেশ করার আহ্বান

বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতৃ বৃন্দ বলেছেন তারা আন্দোলনের জন্য কোন বড় সমাবেশ করবে না। তাদের স্থানিয়ে নেতাদের নির্দেশ দেয়া হয়েছে তারা যেন স্থানীয় পর্যায়ে ছোট ছোট সমাবেশ করে। পাড়ায় মহল্লায় তাদের জঙ্গি কর্মী বাহিনী গড়ে তুলে স্বাধীনতার দাবীর পক্ষে কাজ করার আহবান জানানো হয়।