You dont have javascript enabled! Please enable it! 1971.03.10 | বেজেনজো জাতীয় পরিষদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা | ওয়ালী খান বঙ্গবন্ধুর সাথে মতবিনিময়ের জন্য ১৩ মার্চ ঢাকায় আসবেন | মিয়া মমতাজ দৌলতানা এবং সি আর আসলাম - ভুল বুঝাবুঝির অবসানের জন্য ইয়াহিয়ার পূর্ব পাকিস্তানে গিয়ে মুজিবের সাথে আলাপ আলোচনা করা উচিত | পূর্ব পাকিস্তানী ভাইদের সাথে সামিল হওয়ার জন্য পশ্চিম পাকিস্তানী ভাইদের এটি উপযুক্ত সময় - এয়ার মার্শাল আসগর খান | - সংগ্রামের নোটবুক

১০ মার্চ ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানে এদিনে

বেজেনজো জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠানে অনুকুল পরিস্থিতি সৃষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন

পশ্চিম পাকিস্তান ন্যাপ ওয়ালী এর সাধারন সম্পাদক গাউস বক্স বেজেনজো করাচীতে এক বিবৃতিতে জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠানে অনুকুল পরিস্থিতি সৃষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি বলেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের প্রস্তাব সমুহ দেশের বর্তমান পরিস্থিতিতে বিশেষ গুরুত্বপূর্ণ রূপ পরিগ্রহ করেছে তিনি বলেন মুজিবের প্রস্তাব সমুহ শুধু পূর্ব পাকিস্তানে নয় পশ্চিম পাকিস্তানের প্রদেশের জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন কল্পনা বিলাশের দ্বারা সব প্রস্তাবের কোনটিকেই জাতীয় অখণ্ডতা বা সংহতির পক্ষে ক্ষতিকর বলে আখ্যা দেয়া যাবে না।

ওয়ালী খান বঙ্গবন্ধুর সাথে মতবিনিময়ের জন্য ১৩ মার্চ ঢাকায় আসবেন

করাচীতে সাংবাদিকদের সাথে আলোচনাকালে ন্যাপ প্রধান ওয়ালী খান বলেন, তিনি বঙ্গবন্ধুর সাথে মতবিনিময়ের জন্য ১৩ মার্চ ঢাকায় আসবেন। তিনি সাংবাদিকদের বলেন, ক্ষমতা যাতে হস্তান্তর করা যায় সে জন্য আগে আমাদের শাসনতন্ত্র প্রণয়নের চেষ্টা করতে হবে

মিয়া মমতাজ দৌলতানা – ভুল বুঝাবুঝির অবসানের জন্য ইয়াহিয়ার পূর্ব পাকিস্তানে গিয়ে মুজিবের সাথে আলাপ আলোচনা করা উচিত

কাউন্সিল মুসলিম লীগের সভাপতি মিয়া মমতাজ দৌলতানা লাহোরে এক বিবৃতিতে বলেছেন ভুল বুঝাবুঝির অবসানের জন্য ইয়াহিয়ার পূর্ব পাকিস্তানে গিয়ে মুজিবের সাথে আলাপ আলোচনা করা উচিত। তিনি যেমন জুলফিকার আলী ভুট্টোর সাথে বৈঠক করেছেন সেরূপ বৈঠক মুজিবের সাথেও করা উচিত। একতরফা বেবস্থা গ্রহনের যে সন্দেহ সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট ইয়াহিয়া মুজিবের সাথে আলোচনার মাধ্যমে তা দূর করতে পারবেন। তিনি পাকিস্তানের সকল নাগরিককে আঘাতের চিহ্ন মুছে ফেলে সমঝোতা স্থাপনের উদ্দেশে সর্বাত্মক ধৈর্য , দক্ষতা বিচক্ষনতার পরিচয় দিতে হবে বলে উল্লেখ করেন।

পাঞ্জাব আওয়ামী লীগ সভাপতি এম খুরশিদ

পাঞ্জাব আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রতিরক্ষা সচিব এম খুরশিদ রাওয়ালপিন্ডিতে এক বিবৃতিতে বলেছেন ইহা খুব আনন্দের কথা যে শেখ মুজিবুর রহমান কতিপয় শর্ত সাপেক্ষে জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের বিষয় বিবেচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সব শর্ত দেশের বর্তমান গনতান্ত্রিক গতিধারার সহিত পূর্ণ সামঞ্জস্য পূর্ণ এবং উহাতে প্রেসিডেন্ট এর ন্যায় শুভেচ্ছা সমঝোতা প্রকাশ করা হয়েছে। অবিলম্বে অই সব শর্ত পুরনে অলঙ্ঘনীয় অসুবিধা নেই বলে প্রকাশ করেন। তিনি বলেন জনগনের প্রতিনিধিদের কাছে যত শীঘ্র সম্ভব ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি বলেন মার্চের শেখ মুজিবের বিবৃতির পর আর বলার কিছুই নেই।

সি.আর. আসলাম – শেখ মুজিবুর রহমান জাতীয় পরিষদে অংশ নেয়ার জন্য যে সকল পূর্ব শর্ত আরোপ করেছেন তা মেনে নেয়ার জন্য ইয়াহিয়া খানের প্রতি আহবান

লাহোরে ন্যাপ ভাসানী কেন্দ্রীয় মহাসচিব সি.আর. আসলাম এক বিবৃতিতে বলেন, শেখ মুজিবুর রহমান জাতীয় পরিষদে অংশ নেয়ার জন্য যে সকল পূর্ব শর্ত আরোপ করেছেন তা মেনে নেয়ার জন্য ইয়াহিয়া খানের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন শক্তি প্রয়োগের নীতি অব্যাহত রাখার সিদ্ধান্ত অব্যাহত রাখা হলে দেশে বিচ্ছিন্নতার মনোভাব শক্তিশালী হয়ে উঠবে। সুযোগে সাম্রাজ্যবাদী শক্তি আমাদের সংহতি বিপন্ন করে তুলবে। তিনি বলেন দেশের বর্তমান সঙ্কটের জন্য একচেটিয়া পুঁজিপতি আমলারাই দায়ী। ভূট্টোও ব্যাপারে নিজের দায়িত্ব এড়াতে পারেন না। ভূট্টোর হুমকিপূর্ণ মনোভাব ক্ষমতার লিপ্সাই রাজনৈতিক সঙ্কটকে আরো মারাত্মক করে তুলেছে

পূর্ব পাকিস্তানী ভাইদের সাথে সামিল হওয়ার জন্য পশ্চিম পাকিস্তানী ভাইদের এটি উপযুক্ত সময় – এয়ার মার্শাল আসগর খান

গন ঐক্য ফ্রন্ট প্রধান এয়ার মার্শাল আসগর খান ঢাকায় বলেছেন গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে পূর্ব পাকিস্তানী ভাইদের সাথে সামিল হওয়ার জন্য পশ্চিম পাকিস্তানী ভাইদের এটি উপযুক্ত সময় এবং বর্তমান সঙ্কট নিরসনের এটাই উপযুক্ত পথ। তিনি বলেন ইয়াহিয়ার সামনে এখন একটাই পথ আর তা হল আওয়ামী লীগের দাবী মেনে নেয়া। তিনি বলেন এখানে কি ঘটছে তারা যদি একবার জানে তবে তারা গনতন্ত্র পুনরুদ্ধারে নিজের শক্তি অনুযায়ী অংশগ্রহনে কার্পণ্য করবে না। জনগনের আশা আকাঙ্ক্ষা কে নির্মূল করার যে ষড়যন্ত্র হচ্ছে তা বেরথ করে দেয়ার জন্য তিনি আহ্বান জানান