ভুট্টোর নো কমেন্ট
করাচী যাত্রার প্রাক্কালে ইসলামাবাদ বিমানবন্দরে ভুট্টো সাংবাদিকদের কাছে ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে শেখ মুজিবের দেয়া শর্ত সম্পর্কে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। গতকালই তার করাচী যাওয়ার কথা থাকলেও ঢাকার পরিস্থিতি কি ঘটে সে বিবেচনায় তিনি পিণ্ডিতে একদিন বেশী অবস্থান করেন। তার দল জানায় আগামী ১৪ মার্চ করাচীর নিশ্তার পার্কে এক জনসভায় ভুট্টো বক্তৃতা দিবেন।
এয়ার মার্শাল আসগর খান
পাকিস্তান তেহরিক এ ইস্তেক্লাল নেতা এয়ার মার্শাল আসগর খান ঢাকায় শেখ মুজিবের সাথে দেখা করেছেন।
প্রাক্তন মন্ত্রী শের আলী খান ইয়াহিয়াকে মুজিবের সাথে আলোচনা করতে বলেছেন
ইয়াহিয়া খানের প্রাক্তন মন্ত্রী শের আলী খান পরিস্থিতি নিয়ন্ত্রনে ঢাকা যেয়ে শেখ মুজিবের সাথে আলোচনা করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন বেক্তিগত মর্যাদার চেয়ে জাতীয় সংহতি অধিক গুরুত্বপূর্ণ। তিনি গোলটেবিল বৈঠকে শেখ মুজিবের অংশগ্রহণের অস্বীকৃতিতে দুঃখ প্রকাশ করেন। শের আলী খান বলেন শেখ মুজিব একজন খাটি মুসলমান এবং পাকিস্তান সৃষ্টিতে তার গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তাই তিনি আশা করেন শেখ মুজিব পাকিস্তানের সংহতি বজায় রাখবেন এবং ইসলামের পথ অনুসরণ করবেন।
নবাবজাদা নসরুল্লাহ খান ইয়াহিয়াকে মুজিবের সাথে আলোচনা করতে বলেছেন
পাকিস্তান আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান পিডিপি সভাপতি নবাবজাদা নসরুল্লাহ খান ঢাকা যেয়ে শেখ মুজিব ও অপরাপর দেশপ্রেমিক নেতাদের সাথে জাতীয় সমস্যাবলী নিয়ে আলোচনা করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহবান জানিয়েছেন।