You dont have javascript enabled! Please enable it! 1971.03.28 | টিক্কা খাঁ ১৫ দফা নির্দ্দেশ জারী করলেন ঢাকায় - সংগ্রামের নোটবুক

২৮ মার্চ

টিক্কা খাঁ ১৫ দফা নির্দ্দেশ জারী করলেন ঢাকায়

 

১. পূর্ব পাকিস্তানের সবরকম রাজনৈতিক কার্যকলাপ বন্ধ থাকবে।

২. সামরিক কতৃপক্ষের অনুমতি ছাড়া খবরের কাগজে বেতারে, টিভিতে, প্রচারপত্রে পুস্তিকায় কোন কিছু প্রকাশ করা যাবে না।

৩. আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিন্দু মাত্র প্রকাশ বা প্রচার করা যাবে না।

৪. সকল কর্মচারীকে ২৪ ঘন্টার মধ্যে কাজে যোগদান করতে হবে। অমান্যকারীদের সামরিক আদালতে বিচার করা হবে।

৫. সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

৬. কোন নাগরিক আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না। নিকটতম থানায় জমা দিতে হবে।

৭. সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

৮. সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতা চলবে না।

৯. দেশী অস্ত্র শস্ত্র কেউ রাখতে পারবে না।

১০. আগামী ৭২ ঘন্টায় কোন পাঁচজন একত্রে বের হতে পারবে না। ধর্মীয় অনুষ্ঠানের জন্য সামরিক শাসকের অনুমতি লাগবে।

১১. ধর্মঘট লকআপ চলবে না।

১২. সামরিক প্রশাসন যেকোন স্থানে তল্লাশি চালাতে পারবে।

১৩. লুঠ, ঘেরাও, অগ্নিসংযোগ বরদাস্ত করা হবে না।

১৪. কোন বিদেশী কাউকে অস্ত্র সরবরাহ করতে পারবে না।

১৫. সমস্ত সাইক্লোষ্টাইল বা রিপ্রোডাকশন বন্ধ।