You dont have javascript enabled! Please enable it! 1957.07.19 | বঙ্গবন্ধুর ভাষণসমগ্র | ১৯ জুলাই ১৯৫৭ ঢাকা | তেজগাঁও থানা আওয়ামী লীগের অনুষ্ঠানে বঙ্গবন্ধু - সংগ্রামের নোটবুক

তেজগাঁও থানা আওয়ামী লীগের অনুষ্ঠানে বঙ্গবন্ধু

১৯ জুলাই ১৯৫৭

ঢাকা

পূর্ব পাকিস্তানকে শক্তিশালী ও সমৃদ্ধ করিয়া গড়িয়া তোলাই বর্তমান সরকারের উদ্যেশ্য। এইজন্য প্রাদেশিক সরকার এই বছরই পাঁচটি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য সমস্ত ব্যবস্থা করিয়াছেন। যে মোসলেম লীগের অবহেলার দরুন এই প্রদেশ শিল্পায়িত হয় নাই এখন লীগ প্রধানরা পূর্ব পাকিস্তানের উন্নয়নের কথা বলেন। কিন্তু প্রদেশ ও কেন্দ্রে তাহারা যখন গত ৮ বৎসর যাবত ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিলেন তখন কেন তাহার শিল্প ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করেন নাই। পশ্চিম পাকিস্তানের কয়েকজন তথাকথিত নেতা বন্ধুর বেশে মাঝে মাঝে পূর্ব পাকিস্তানে তসরিফ আনয়ন করিয়া থাকেন। এখানকার লোকেরা যখন অন্নাভাবে উপবাস করিয়া থাকে, ঔষধের অভাবে রোগে ভুগিতে থাকে তখন এইসব তথাকথিত দরদী বন্ধুরা পূর্ব পাকিস্তানের লোকদের সাহায্যের জন্য একটুও আগাইয়া আসেন না। অথচ তাহারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সব সময় চেষ্টার ত্রুটি করেন না। এই উদ্যেশ্যে এখন অনেকেই ঢাকায় আগমন করিতেছেন। কারণ তাহারা জানেন, তাহারা যদি আমাদের মধ্যে অনৈক্য বজায় রাখিতে পারেন তবে আমাদের ওপর শোষণ চালাইয়া যাওয়া সুবিধা হইবে।

Reference:

দৈনিক আজাদ, ১৯ জুলাই ১৯৫৭

বঙ্গবন্ধুর ভাষণসমগ্র ১৯৪৮-১৯৭৫, ফারজানা ইয়াসমিন, ড রাজিবুল বারী, সংগ্রামের নোটবুক