শাসনতন্ত্র প্রণয়নে সহযোগিতার শর্ত
২৮ ডিসেম্বর ১৯৫৫
গণপরিষদ, করাচী।
শাসনতন্ত্র প্রণয়নে আমার দল বিশেষভাবে আগ্রহান্বিত এবং সরকার আঞ্চলিক স্বায়ত্ত্বশাসন, যুক্ত নির্বাচন, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষারূপে গ্রহণ ও সকল বিষয়ে সংখ্যাসাম্য প্রবর্তনের দাবী মানিয়া লইলে এই ব্যাপারে সরকারের সঙ্গে সহযোগিতা করিতে রাজি। এই চারটি বিষয় বাদ দিয়া আওয়ামী লীগ কোন কিছু করিতে রাজি হইবে না এবং ইহার জন্য শেষ পর্যন্ত সংগ্রাম করিবে।
২১ দফা কর্মসূচী খেলাফ করিলে পূর্ব বঙ্গের গত সাধারণ নির্বাচনের সময় মোছলেম লীগের ভাগ্যে যাহা ঘটিয়াছিল যুক্তফ্রন্টকেও সেই অবস্থার সম্মুখীন হইতে হইবে।
২১ দফা কর্মসূচী পূর্ব বঙ্গের জনগণের দাবী, কাজেই জনগণের স্বার্থ বিক্রয় করিয়া আওয়ামী লীগ দল ক্ষমতায় আসীন হইবে না। জনগণের দ্বারা নির্বাচিত হইলেই আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হইব। আওয়ামী লীগের মন্ত্রীসভায় যোগদানের কোন প্রশ্নই উঠে না।
Reference:
দৈনিক আজাদ, ২৯ ডিসেম্বর ১৯৫৫
শাসনতন্ত্র প্রণয়নে সহযোগিতার শর্ত
২৮ ডিসেম্বর ১৯৫৫
গণপরিষদ, করাচী।
শাসনতন্ত্র প্রণয়নে আমার দল বিশেষভাবে আগ্রহান্বিত এবং সরকার আঞ্চলিক স্বায়ত্ত্বশাসন, যুক্ত নির্বাচন, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষারূপে গ্রহণ ও সকল বিষয়ে সংখ্যাসাম্য প্রবর্তনের দাবী মানিয়া লইলে এই ব্যাপারে সরকারের সঙ্গে সহযোগিতা করিতে রাজি। এই চারটি বিষয় বাদ দিয়া আওয়ামী লীগ কোন কিছু করিতে রাজি হইবে না এবং ইহার জন্য শেষ পর্যন্ত সংগ্রাম করিবে।
২১ দফা কর্মসূচী খেলাফ করিলে পূর্ব বঙ্গের গত সাধারণ নির্বাচনের সময় মোছলেম লীগের ভাগ্যে যাহা ঘটিয়াছিল যুক্তফ্রন্টকেও সেই অবস্থার সম্মুখীন হইতে হইবে।
২১ দফা কর্মসূচী পূর্ব বঙ্গের জনগণের দাবী, কাজেই জনগণের স্বার্থ বিক্রয় করিয়া আওয়ামী লীগ দল ক্ষমতায় আসীন হইবে না। জনগণের দ্বারা নির্বাচিত হইলেই আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হইব। আওয়ামী লীগের মন্ত্রীসভায় যোগদানের কোন প্রশ্নই উঠে না।
Reference:
দৈনিক আজাদ, ২৯ ডিসেম্বর ১৯৫৫