২৯ ফেব্রুয়ারী ১৯৭২ঃ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সোভিয়েত ইউনিয়ন সফর
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ৫ দিনের সোভিয়েত ইউনিয়ন সফরে রাত সোয়া ৮ টায় ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দরে মন্ত্রীসভার সদস্য উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা কূটনীতিকবৃন্দ তার দু ছেলে এবং বিপুল জনতা তাকে বিদায় জানান। মাঝ রাতে তিনি বোম্বাই পৌঁছেন। বিমানটি এখানে একঘণ্টা যাত্রা বিরতি করবে। বিমানবন্দরে শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান মহারাষ্ট্রের গভর্নর ইয়ার আলী জং, বোম্বাই শহর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান পিজি খের, বোম্বাই শেরিফ মিসেস নাসির উদ্দিন, কংগ্রেস সভাপতি রজনী পেটেল। এর আগে তিনি বাসভবন ত্যাগের প্রাক্কালে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে করতে গাড়ীতে আরোহন করেন এবং রবীন্দ্রনাথের বই সঞ্চয়িতা সাথে করে নেন। বিমানে আরোহণের প্রাক্কালে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এ সময় তিনি তাদের জানান সোভিয়েত সরকার ও জনগনের জন্য তিনি সাড়ে সাত কোটি বাঙ্গালীর শুভেচ্ছা বহন করে যাচ্ছেন। বিমানে উঠার পর তিনি জয় বাংলা জয় সোভিয়েত ইউনিয়ন স্লোগানও দেন।
বিমানটি দুপুরের আগেই তিবলিশে আরেকবার যাত্রাবিরতি শেষে দুপুর আড়াইটায় মস্কো পৌছার কথা রয়েছে। মস্কোর পত্রিকা গুলো জানিয়েছে মস্কো সফরে সোভিয়েতবাসী শেখ মুজিবকে বিপুল সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুত আছে।