ফেব্রুয়ারী ১৯৭২ঃ ইস্পাহানী গ্রুপ সরকারী নিয়ন্ত্রনে
অন্যান্য অবাঙ্গালীদের মতো ইস্পাহানী গ্রুপ সরকারী নিয়ন্ত্রনে নেয়া হয়েছে। একাত্তরে তাদের সে রকম দালালীর অভিযোগ না থাকলেও পাকিস্তানের সৃষ্টি থেকে সকল সরকারের তারা দালাল ছিল। ৭৪ এর দিকে তাদের বেশীরভাগ সম্পত্তি ফিরিয়ে দেয়া হয়।