২৮ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে প্রতিদিন
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সভাপতিত্তে সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ৪ ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে মন্ত্রী ছাড়াও সচিব বিভাগীয় প্রধান এবং জেনারেল ওসমানী উপস্থিত ছিলেন। বিকেল ৫ টার সময় বৈঠক স্থগিত হওয়ার পর রাতে সরকারী বাসভবনে আবার বৈঠক অনুষ্ঠিত হয়।
কমনওয়েলথ মহাসচিব কুয়ালালামপুর থেকে লন্ডন যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন বাংলাদেশ পুনর্গঠনে রাষ্ট্র সমুহের সাহায্য দিয়ে এগিয়ে আসা উচিত।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ আজ আবারও মার্কিন মিশন প্রধান স্পিভাকের সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের সামাদ বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাস্তবতা মেনে নিতে ভুল করবে না। স্পিভাক বলেন মার্কিন সরকার সাড়ে সাত মিলিয়ন লোকের কল্যাণ সম্পর্কে সম্পূর্ণ সজাগ রয়েছে। সভায় স্পিভাক সব সময় বাংলাদেশ শব্দ এবং বাংলাদেশে মিশন প্রধান শব্দ উচ্চারন করেছেন পাকিস্তান আমলে তিনি কন্সাল জেনারেল ছিলেন।
মস্কো ঢাকার মধ্যে টেলিযোগাযোগ স্থাপিত হয়েছে।
অর্থমন্ত্রী তাজ উদ্দিন বলেছেন ভোটারের জন্য সর্বনিম্ন বয়স হবে ১৮।
আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমদ কক্সবাজারের আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ চৌধুরীর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ চৌধুরী ১৯৭০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করায় তাকে বহিস্কার এবং গণপরিষদ থেকেও বহিস্কার করা হয়েছিল। আওয়ামী লীগে ফিরে আসায় তার গণপরিষদ সদস্য বহাল করার জন্য ও তাজউদ্দীন সুপারিশ প্রেরন করেছেন।
ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম এবং সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশ পুনর্গঠন ও আইন শৃঙ্খলা রক্ষায় যুব শক্তিকে ব্যাবহারের প্রশ্নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়া উচিত অন্যথায় শত্রুপক্ষ স্বাধীনতাকে বিপন্ন করার অশুভ চক্রান্তের প্রয়াস পাবে।
ময়মনসিংহে এক জনসভায় সিপিবির নেতৃবৃন্দ জমির সিলিং ৫০ বিঘা করার আহবান জানিয়েছেন। বিনা ক্ষতিপুরনে বাকি জমি সরকারের হাতে নিয়ে তা ভূমিহীনকে দেয়ার আবেদন জানান। সভায় মনি সিংহ খোকা রায় এবং ময়মন সিংহ ন্যাপ সভাপতি জ্যোতিষ বোস বক্তব্য রাখেন।
ন্যাপ প্রধান মোজাফফর আহমেদ পাকিস্তানে আটকে পড়া বাঙ্গালীদের জীবন রক্ষায় বিদেশী রাষ্ট্রবর্গকে এগিয়ে আসার আহবান জানান। তিনি জানান বাঙ্গালীদের নির্যাতন শিবিরে জড়ো করা হচ্ছে বলে তিনি খবর পেয়েছেন।
অপর এক বিবৃতিতে তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন।
ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলনের সিলিং বাড়ানো হয়েছে আগে এ হার ছিল ১৫০০ টাকা এখন করা হয়েছে ৫০০০ টাকা।
ব্রিটিশ লেবার এমপি জন স্টোন হাউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এক সমাবেশে বলেন বাংলাদেশের সকল সম্পদ কাজে লাগালে বাংলাদেশ ৫ বছরেই উন্নত রাষ্ট্রে পরিনত হবে। সভায় ডাকসু ভিপি ছাত্রনেতা আসম রব এবং জিএস আব্দুল কুদ্দুস মাখন বক্তব্য রাখেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মোজাফফর আহমেদ চৌধুরী স্টোন হাউজকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়ার সুপারিশ করেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম কলকাতায় সাংবাদিকদের বলেছেন বাংলাদেশে এখন মাত্র ২০০০০ ভারতীয় সৈন্য রয়েছে এবং তাদের ২৫ মার্চের পূর্বেই ফিরিয়ে আনা হবে।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাঁচিতে বলেছেন চীন সারা পৃথিবীতে বিপ্লব সমর্থন করলেও বাংলাদেশের ব্যাপারে একেবারে নীরব। তিনি বলেন তারা বাংলাদেশকে এখনও মেনে নেয়নি। তিনি বলেন যুদ্ধ শেষ হলেও অনেক দেশের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ভারতের প্রধানমন্ত্রী ধানবাদ এ এক নির্বাচনী জনসভায় বলেন বাংলাদেশে কোন বিহারী নির্যাতন হয়নি। তিনি বলেন কিছু সংখ্যক অবাঙ্গালীদের সাথে স্থানীয় জনগনের শত্রুতা আছে যারা পাক সামরিক বাহিনীর দোসর ছিল। এ সকল দোসর লক্ষ লক্ষ বাঙ্গালী হত্যা করেছে। তিনি বলেন খুব বেশী হলে জন বিশেক বিহারী বাঙ্গালীদের হাতে মারা গিয়েছে।
ভারতের নৌবাহিনী চত্তগ্রাম থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। চট্টগ্রামস্থ বাংলাদেশ নৌবাহিনী প্রধান চীফ পেটি অফিসার সালাম তাদের বিদায় সংবর্ধনা জানান। ভারতের নৌবাহিনীর পক্ষে ক্যাপ্টেন বাওয়া তাদের সহযোগিতা এবং আতিথেয়তা দেয়ায় বাংলাদেশ বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইসমাইলিয়া সম্প্রদায়ের প্রধান আগা খান প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরীর কাছে লেখা এক পত্রে বাংলাদেশ পুনর্গঠনে তার সম্প্রদায়ের সম্পৃক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বাংলাদেশে তার সম্প্রদায়ের প্রতিনিধিকে স্বাগত জানানো এবং প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট সাক্ষাৎ দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য তার প্রতিনিধির সফর মিডিয়ায় প্রকাশ হয়নি।