You dont have javascript enabled! Please enable it! ২৮ ফেব্রুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবুর রহমানের কার্যক্রম - সংগ্রামের নোটবুক

২৮ ফেব্রুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবুর রহমানের কার্যক্রম

ভারতের প্রতিরক্ষা সচিব কেবি লাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দু দফা সাক্ষাত করেছেন। ধাকায় তার সফর গোপন রাখা হয়। বাংলাদেশের গণমাধ্যমে তার ঢাকা সফরের ব্যাপারে কোন প্রচারনা ছিল না।
সোভিয়েত বহিঃ অর্থনীতিক সমন্বয়ের স্টেট কমিটি এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আগামীকাল সোভিয়েত ইউনিয়ন সফরে যাচ্ছেন। তার সাথে আরও ত্রিশজন সফরসঙ্গী হবেন তারা হলেন তার পুত্র শেখ কামাল উদ্দিন, পর রাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, পরিকল্পনা কমিশনের সহ প্রধান ডঃ নুরুল ইসলাম, প্রধান মন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমদ, পর রাষ্ট্র সচিব এসএ করিম, অর্থ সচিব মতিউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সচিব নুর মোহাম্মদ, মন্ত্রীপরিষদ সচিব এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর সচিব রফিকুল্লাহ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রনালয়ের ডিজি এসএএমএস কিবরিয়া, পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রটোকল প্রধান ফারুক চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রনালয়ের বৈদেশিক প্রভারনা প্রধান আরশাদুজ্জামান, রেডিও পরিচালক এনামুল হক, মন্ত্রীপরিষদ যুগ্ন সচিব নুরুল মোমেন খান, প্রধানমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবুল হাসেম, প্রধানমন্ত্রীর নিরাপত্তা অফিসার মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর পিএস এমডি রোজারিও, প্রধানমন্ত্রীর প্রেস সচিব মাহবুবুল আলম, সহকারী প্রেস সচিব আমিনুল হক বাদসা, সহকারী প্রেস সচিব মোঃ হানিফ, জনাব আলিমুজ্জামান খান, বাসস এর আতাউস সামাদ, এনার গোলাম রসুল, বাংলাদেশ টেলিভিশনের কয়েকজন কর্মকর্তা।
সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় ৪ ঘণ্টা বৈঠক চলার পর বিকেল ৫ টায় বৈঠক মুলতবী হয়ে যায়। বৈঠকে মন্ত্রীদের বাহিরে সকল সচিব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান বাংলাদেশ বাহিনী প্রধান জেনারেল ওসমানী উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর সরকারী বাস ভবনে সন্ধ্যায় আবার বৈঠক বসে। বৈঠকে শেখ মুজিবুর রহমানের সোভিয়েত ইউনিয়ন সফরের উপরই বেশীরভাগ সময় আলোচনা হয়।