২৫ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন
৭১ সালে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দুত সহকারী সেক্রেটারি জেনারেল পল মার্ক হেনরি জাতিসংঘ সদর দপ্তরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। গত দুদিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেছেন। তাকে শেখ মুজিব পাকিস্তানে বাঙ্গালী নির্যাতনের বিষয়ে বিভিন্ন অভিযোগ শুনান এবং প্রতিকারের জন্য মহাসচিব বরাবর লেখা পত্র তার হাতে তুলে দেন। হেনরির এ সাক্ষাৎ দুদিন গোপন রাখা হয়েছিল।
ডঃ কামাল হোসেন তার মিন্টু রোডের বাসায় তেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের কমিটির সভাপতি সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধাদের এক কর্মীসভায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন। সভায় আর বক্তব্য রাখেন এমসিএ হেদায়েতুল ইসলাম, বেগম সাজেদা চৌধুরী, বিশিষ্ট আওয়ামী লীগ কর্মী সাহারা খাতুন।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়াছে। আর আগে তারা স্বীকৃতি দিবে এমন তথ্য প্রকাশ করেছিল এবং তা পাকিস্তানকে অবহিত করে। পাকিস্তান তখন সে দেশে তাদের রাষ্ট্রদূতকে দেশে তলব করে। পরে জুলফিকার আলী ভূট্টো এর অনুরোধ উপেক্ষা করেই ইন্দোনেশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ইস্লামিক কনফারেন্স মহাসচিব টুঙ্কু আব্দুর রহমানের দুত বিচারপতি আব্দুল আজিজ এবং আহমদ বিন মোহাম্মদ ইয়ানুসের সাথে আলাপ করার সময় বলেছেন বিশ্ববাসী দেখে যাও এরা ইসলামের নামে এ দেশে কি করেছে। তিনি বলেন তারা যখন বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছিল তখন কোন মুসলিম দেশ এর প্রতিবাদ করেনি। তিনি সকল মুসলিম দেশ সমুহকে বাংলাদেশে তাদের প্রতিনিধি পাঁঠিয়ে পরিস্থিতি সচক্ষে দেখে যাওয়ার আমন্ত্রন জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন একটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে চীনকে অনুরোধ জানানো হয়েছে যে তারা যেন পাকিস্তানে বাঙ্গালী নির্যাতন বন্ধে পাকিস্তানের উপর প্রভাব বিস্তার করে। তিনি পরাশক্তি ফ্রান্স, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, জাপান এবং অস্ট্রেলিয়াকে পাকিস্তানে বাঙ্গালীদের স্বার্থ দেখতে অনুরোধ করেছেন। পাকিস্তানে আটক বাঙ্গালীদের পিতা, মাতা, স্ত্রী, ভাই, বোন সমন্বয়ে একটি দল পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে সাক্ষাৎ করেন।
পর রাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ বলেছেন বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সর্বশেষ সময় ২৫ মার্চ ধার্য থাকলেও এর অনেক আগেই এ প্রত্যাহার সম্পন্ন হবে। তিনি বলেন ইতিমধ্যেই প্রত্যাহারের কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন অনেক শত্রু দেশ বাংলাদেশে ভারতীয় সৈন্য অবস্থান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছিল। এ প্রত্যাহার সম্পন্ন হওয়ার সাথে সাথে তাদের অপপ্রচার বন্ধ হবে।
ব্রিটিশ শ্রমিক দলীয় এমপি জন স্টোন হাউজ প্রেসিডেন্ট আবু সাঈদ চৌধুরীর সাথে দেখা করেছেন।
বুলগেরিয়া থেকে ত্রানবাহী একটি বিমান ঢাকা এসে পৌঁছেছে। বুলগেরিয়ান রেডক্রস এসকল ত্রান সামগ্রী পাঠিয়েছে। ত্রানের মধ্যে সবই ঔষধ এবং চিকিৎসা সামগ্রী। ত্রান সামগ্রী গুলি বাংলাদেশ রেডক্রসের মাধ্যমে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে দেয়া হবে। এ বিমানে একটি চিকিৎসক প্রতিনিধিদলও এসেছেন।
ভারত পাকিস্তানের প্রতি শুভেচ্ছার নিদর্শন স্বরূপ কয়েকজন যুদ্ধাহত যুদ্ধবন্দী পাকিস্তানে ফেরত পাঠিয়েছে।
একটি থানার মৃত্যু কাহিনী
ব্রিটিশ আমলে মুনশিগঞ্জ জেলার একটি থানা ছিল রাজাবাড়ি। থানার অর্ধেক ছিল চর। চরগুলো ছিল একেবারে পদ্মা মেঘনার মোহনায়। ফলে ভাঙ্গনে ভু প্রকৃতির পরিবর্তন ছিল নিয়মিত ব্যাপার। বড় বড় বন্যায় এ হার ছিল অনেক বেশী। পাকিস্তান আমলে দেশে দুটি বড় বন্যা গিয়েছে ৫৪ ও ৬২ সালে। পাকিস্তান আমলে এ থানার দক্ষিনাংশ (অর্ধেক) দিয়ে দেয়া হয় চাদপুর জেলাকে। বাকী যে টুকু রয়ে যায় তা ভাগাভাগি করে দিয়ে দেয়া হয় মুনশিগঞ্জ সদর এবং টুঙ্গিবাড়ী থানাকে।