২৫ ফেব্রুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবুর রহমান
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান পিজি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রাজনৈতিক আব্দুস সালামের স্বাস্থ্য এর খোজ খবর নেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধাদের সকলের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে তিনি হাসপাতাল প্রাঙ্গন ঘুরে ঘুরে দেখেন এবং হাসপাতালের উত্তরপাশের খালি স্থানটি হাসপাতালের জন্য ব্যাবহার করা যায় কিনা সে বিষয়ে আলাপ আলচনা করেন। তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক পিডিপি নেতা সালাম খানকে দেখতে যান।
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধানের কাছে পাকিস্তানে আটকে পড়া বাঙ্গালীদের নিরাপত্তা বিষয়ে পাকিস্তান সরকারের কাছে প্রভাব খাটানোর জন্য অনুরোধ জানিয়ে পত্র দিয়েছেন।
মুক্তিযুদ্ধ কালে কলকাতাস্থ বাংলাদেশ মিশন প্রধান সেখানে তার দায়িত্ব পালন কালে তার মিশনের মাধ্যমে উপার্জিত অর্থের খরচ বিবরণী এবং উদ্বৃত্ত অর্থ ৬ লাখ টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে হস্তান্তর করেন।