২০ ফেব্রুয়ারী ১৯৭২ঃ মিরপুরে বিহারী আস্তানায় শেষ তল্লাশী
মিরপুরের ১১ ও ১২ নং সেকশনে অস্র উদ্ধারের জন্য শেষ তল্লাশী করা হয়েছে। পাশাপাশি ডোবা নালায় ও তল্লাশি করা হয়েছে। এ অভিযানেও অনেক সন্দেহভাজন আসামী ধরা হয়। যাদের আটক করা হয় তাদের পরিবারদের পাঠানো হয় রুপগঞ্জের মুড়াপাড়া ক্যাম্পে। সেখানে তাদের রেডক্রসের তত্ত্বাবধানে রাখা হয়। মুড়া পাড়া কলেজে বিশাল অস্থায়ী ক্যাম্প করা হয়।