You dont have javascript enabled! Please enable it! 1971.03.29 | বাঙলাদেশে জঙ্গী নৃশংসতার বিরুদ্ধে নয়াদিল্লীতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ প্রদর্শন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে জঙ্গী নৃশংসতার বিরুদ্ধে
নয়াদিল্লীতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ প্রদর্শন

নয়াদিল্লী, ২৮ মার্চ (ইউএনআই) বাঙলাদেশের মানুষের উপর পাকিস্তানের জঙ্গী শাসক ইয়াহিয়া খানের সেনাবাহিনী যে বন্ধুহীন নিষ্ঠুর অত্যাচার চাপিয়ে দিয়েছে তার বিরুদ্ধে আজ দিল্লীর বিরাট সংখ্যক নাগরিক প্রতিবাদ সসাচ্চার করেন। তারা নয়াদিল্লীস্থ পাকিস্তান হাই কমিশন অফিসে বিক্ষোভ জানান। বিক্ষোভ মিছিলের উদ্যোক্তা ছিল ছাত্র ফেডারেশন।
বিক্ষোভকারীরা দূতাবাসের সামনে শ্লোগান ধ্বনিত করেন এবং সামরিক চক্রের নিষ্ঠুর হত্যালীলা বন্ধের ও পূর্ব বাঙলায় গণতান্ত্রিক শাসন কাঠামাে প্রবর্তনের দাবি জানান।

ফরােয়ার্ড ব্লকের নিন্দা
বাঙলা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার দমনের জন্য পাকিস্তানের জঙ্গী শাসক যে নিঠুর বর্বরতা চাপিয়ে দিয়েছে তার নিন্দা করে সারা ভারত ফরােয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির আজকের বৈঠকে একটি প্রস্তাব করা হয়েছে।
ফরােয়ার্ড ব্লক, বাঙলা দেশের গণঅভ্যুত্থান সম্পর্কে মত প্রকাশ ভারত সরকরের দ্বিধাদীর্ণ, অস্থির ও ইতস্থতঃ মনােভাবের নিন্দা করেছে।
একই সভায় ভারত সরকারের কাছে এ দাবি জানানাে হয়েছে যে, তারা যেন অবিলম্বে সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাঙলা দেশকে স্বীকৃতি দেয় এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় ও বাঙলা দেশে গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘের সাহায্য চেয়ে পাঠায়।

নয়াদিল্লী বন্ধের ডাক
পূর্ব বাঙলার মানুষের প্রতি সংহতি জানাবার জন্য জনসংঘের দিল্লী শাখা আগামীকাল রাজধানী বন্ধের ডাক দিয়েছে। আজ জনসংঘ কার্যনির্বাহি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে জনসংঘের প্রাক্তন সভাপতি শ্রীবলরাজ মাথােক ভারত সরকারকে অবিলম্বে বাঙলাদেশকে স্বীকৃতি দিতে বলেছেন। ১৯৪৬ সালে ইন্দোনেশিয়ায় অনুরূপ পরিস্থিতিতে জওহরলাল নেহেরু এশিয়ার দেশগুলিকে নিয়ে যে ধরণের সম্মেলন ডেকেছিলেন তিনি ভারতকে সে ধরণের আর একটি সম্মেলন ডাকার উদ্যোগ গ্রহণ করতে বলেছেন।

সূত্র: কালান্তর, ২৯.৩.১৯৭১