১৪ ফেব্রুয়ারী ১৯৭২ঃ মুজিব কেনেডি বৈঠক
সিনেটর কেনেডি সোমবার সন্ধায় শেখ মুজিবুর রহমানের সাথে তার বাসায় সাক্ষাৎ করেন। সেখানে তারা ৮০ মিনিট যাবত বৈঠক করেন। শেখ মুজিবের সাথে বৈঠক শেষে কেনেডি জানান বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আরও আগে দেয়া উচিত ছিল। আমরা বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার একটি প্রস্তাব পেশ করে রেখেছি আশা করি দ্রুতই স্বীকৃতি দেয়া হবে। তিনি বলেন তিনি প্রধানমন্ত্রী র সাথে বাংলাদেশের সমস্যা নিয়েই আলোচনা করেছেন। তিনি জানান তিনি নিজে ছাড়াও তার ভাতিজা ও স্ত্রী শেখ মুজিবের ভক্ত। বৈঠক শেষে শেখ মুজিব সাংবাদিকদের বলেন বাংলাদেশ আজ বাস্তব সত্য কেউ স্বীকৃতি দিক আর না দিক বাংলাদেশ তার অস্তিত্ব বজায় রাখবে। কেনেডি প্রসঙ্গে তিনি বলেন তিনি একজন সন্মানিত বেক্তি। তিনি ভারতে বাংলাদেশের শরণার্থীদের দেখতে গিয়েছিলেন। তিনি সারা বিশ্ব এ পাকিস্তানীদের বর্বরতার বিরুদ্ধে বলে গিয়েছেন তাকে বাংলাদেশে সন্মানিত করতে পেরে তিনি আনন্দিত। মুক্তি সংগ্রামে তার অবদানের জন্য বাংলাদেশের জনগন তাকে চিরদিন মনে রাখবে।