১৪ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ভাসানীকে দেখতে হাসপাতালে তাজ উদ্দিন সৈয়দ নজরুল
অর্থমন্ত্রী তাজ উদ্দিন আহমদ এবং শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম পিজি হাসপাতালে চিকিৎসাধীন মওলানা ভাসানীকে দেখতে গিয়েছিলেন। তারা একই হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রনেতা আসম রব এবং নুরে আলম সিদ্দিকিকে দেখতে যান। অসুস্থ অবস্থায় তারা কেনেডির অনুষ্ঠান সূচীতে উপস্থিত ছিলেন এবং পরে তারা হাসপাতালে ফিরে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন মওলানা ভাসানী চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের কাছে লিখা এক চিঠিতে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আহবান জানান।