১৩ ফেব্রুয়ারী ১৯৭২ঃ আব্দুস সামাদ আজাদ
পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ কাওরান বাজারে জালালাবাদ সমিতির মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশ সরকার পাকিস্তানে আটকে পড়া বাঙ্গালীদের জন্য খুবই উদ্বিগ্ন। তিনি বলেন বিগত ৯ মাসে বাংলাদেশে মুসলিম নিপীড়নের সময় মুসলিম বিশ্ব যে নিষ্ক্রিয় ও নিশ্চুপ ছিল বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার মাধ্যমেই মুসলিম দেশ গুলো তা থেকে বেড়িয়ে আসতে পারে। তিনি কতক মুসলিম রাষ্ট্রের সমালোচনা করে বলেন তারা ইসলামকে অসৎ উদ্দেশে ব্যাবহার করছে। যে সকল মুসলিম রাষ্ট্র এর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে তিনি তাদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে বাংলাদেশ বাহিনী প্রধান জেনারেল ওসমানী সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী উপস্থিত ছিলেন। এদিন পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ এনার সাথে সাক্ষাৎকারে একই মনোভাব বেক্ত করেন এবং বলেন জাতিসংঘের এ ব্যাপারে দায় রয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুবিমল দত্ত শীঘ্রই দায়িত্ব গ্রহন করবেন। দত্ত এর আগে ভারতের পররাষ্ট্র সচিব এবং মস্কোয় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বাংলাদেশে নিয়োগ পেয়েছেন রাজনৈতিক কোটায়। তিনি নেহেরুর ঘনিষ্ঠ ছিলেন।
নোটঃ জালালাবাদ ছাত্র সমিতি ছিল স্বাধীনতা বিরোধী জালালাবাদ সমিতি নয়।