You dont have javascript enabled! Please enable it! 1971.04.04 | খিদিরপুর আকাদেমী ছাত্র-শিক্ষকদের সভা | কালান্তর - সংগ্রামের নোটবুক

খিদিরপুর আকাদেমী ছাত্র-শিক্ষকদের সভা

গত ৩০ মার্চ খিদিরপুর আকাদেমীর ছাত্র শিক্ষক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্ত হরতাল পালন করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-শিক্ষকদের যৌথ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শ্রীসুনীল কান্তি মুখার্জি। সভায় শিক্ষকদের পক্ষ থেকে শ্রীঅমলেন্দু চক্রবর্তী ও শ্ৰী হিমাংশু চক্রবর্তী ভাষণ দেন। ছাত্রদের পক্ষ থেকে বক্তৃতা করেন শ্রীকুমার শংকর। সভা থেকে গৃহীত এক প্রস্তাবে ভারত সরকারের কাছে বাঙলাদেশকে নবতম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবার দাবি জানানাে হয়েছে এবং বাঙলাদেশের সংগ্রাম সমর্থনে সার্বিক সাহায্যদানের দাবিও জানানাে হয়েছে।
২৭ মার্চ একই বিদ্যালয়ে আর একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঙলাদেশের নিরস্ত্র জনতার উপর পাকিস্তান জঙ্গী শাহীর বর্বর আক্রমণের নিন্দা করে প্রস্তাব গ্রহণ করা হয়।

সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১