কাজী আবুল কাশেম
জয়পুরহাট জেলার দেবীপুর গ্রামের কাজী মানিকুদ্দিনের ছেলে ডাক্তার কাজী আবুল কাশেম। তিনি হােমিওপ্যাথ ডাক্তার ছিলেন। বাংলা ১৩১৯ সনে তার জন্ম হয়। কাজী আবুল কাশেমের শিক্ষাগত যােগ্যতা এইচ. এম. বি.। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং একাধারে ২০ বছর ইউনিয়ন কাউন্সিলরের সদস্য ছিলেন। ডাক্তার আবুল কাশেমকে ১৯৭১ সালের ২৪ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেলেও ছেড়ে দেয়। কিন্তু ২৬ জুলাই মুসলিম লীগারদের চক্রান্তে তাঁকে হত্যা করা হয়। তাঁর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে জীবিত ছিলেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা