কাজী আলী ইমাম
কাজী আলী ইমাম ব্যাংক অব পাকিস্তানে চিফ অ্যাকাউন্টেন্ট হিসাবে কর্মরত ছিলেন। তিনি একজন সংস্কৃতিকর্মীও ছিলেন, মঞ্চ নাটকে অভিনয় করতেন। ১৯৭১ সালের ৩০ মার্চ চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকায় হাই লেভেল রােডের মুখে বােনের স্বামী ডা. গােলাম মােস্তফার সাথে শহীদ হন কাজী আলী ইমাম। তাকে বাড়ির সামনের বাগানে রাতের অন্ধকারে কবর দেওয়া হয়। মায়ের সাদা শাড়ি দিয়ে তার কাফন হয়েছিল। বাংলাদেশ ডাক বিভাগ ১৯৯৯ সালে একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করে যাতে আরও কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর সাথে কাজী আলী ইমামের ছবি সংকলিত হয়। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধে শহীদ ব্যাংকারদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকেও শহীদ আলী ইমামের নাম লিপিবদ্ধ আছে। শহীদ কাজী আলী ইমামের বড় ভাইয়ের নাম কাজী হাসান ইমাম। আলী ইমামের স্ত্রীর নাম মনি ইমাম। তাদের সংসারে দুই ছেলে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা