You dont have javascript enabled! Please enable it! এস, এম, সাইফুল ইসলাম - সংগ্রামের নোটবুক
এস, এম, সাইফুল ইসলাম
এস, এম, সাইফুল ইসলামের জন্ম ১৯৩৮ সালে রাজশাহীতে। তার বাবার নাম মাে. আবদুর রহিম। বি, এ. পাসের পর সাইফুল ইসলাম শিক্ষকতায় যােগ দেন। ১৯৫৯ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি একটি উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেন। পরে ১৯৬৭ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চমান সহকারী হিসাবে কাজ করেন। এস, এম, সাইফুল ইসলাম আনুমানিক ১৯৭১ সালের অক্টোবর মাসে নিহত হন। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা